Advertisement
Advertisement

Breaking News

Monkey

ক্ষিপ্ত হনুমানের ধাক্কায় মৃত্যু বধূর, নদিয়ায় আতঙ্ক

বনদপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

Simian pushes woman to death at Nadia | Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 13, 2023 9:04 pm
  • Updated:December 13, 2023 9:06 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: ক্ষিপ্ত হনুমানের ধাক্কায় মৃত্যু হল এক বধূর। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর প্রথম লেন এলাকায়। ছাদে কাপড় শুকাতে দেওয়ার সময় ঘটে এই বিপত্তি। ছাদে দাপাদাপি করা হনুমানের ধাক্কায় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

জানা গিয়েছে, মৃত ওই বধূর নাম নীলিমা বসাক। বয়স আনুমানিক ৫২। তিনি শিশুশিক্ষা কেন্দ্রের সহায়িকা হিসাবে কাজ করতেন। এদিন সকালে স্নান সেরে কাপড় শুকাতে বাড়ির দোতলার ছাদে ওঠেন। সেই সময় ছাদের ওপরে বেশ কিছু হনুমানের দাপাদাপি শুরু হয়। এর পরই একটি হনুমান তাঁকে ধাক্কা দেয়। ভারসাম্য হারিয়ে বাড়ির দোতলার ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। তাঁর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। 

Advertisement

[আরও পড়ুন: কেউ হারালেন স্ত্রী, কারও বন্ধুবিয়োগ, বর্ধমান স্টেশনে ট্যাঙ্ক ভেঙে ৩ প্রাণহানির দায় নেবে কে?]

পরিবারের লোকেরাই আশঙ্কাজনক অবস্থায় নীলিমাকে উদ্ধার করে নিয়ে যান নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। তার পর দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল পাঠানো হয়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, নবদ্বীপ শহর জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে হনুমানের তাণ্ডব চলে তাতে আতঙ্কিত শহরবাসী। বনদপ্তরের তরফে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। 

[আরও পড়ুন: বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম ২ স্কুল পড়ুয়া]

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement