Advertisement
Advertisement

Breaking News

চুরির বাইকে প্রেমিকার সঙ্গে ডেটিং, তেল ফুরোতেই শ্রীঘরে যুবক

প্রেমিকার সঙ্গে ‘ডেটিংয়ে’ গিয়ে যা কাণ্ড ঘটাল প্রেমিক!

Siliguri: Tryst on stolen bike, empty tank lands thief in jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2018 4:45 pm
  • Updated:April 15, 2018 7:28 pm  

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পরীক্ষার শেষে প্রেমিকাকে নিয়ে ‘ডেটিংয়ে’ যাওয়ার কথা আগে ছকে ফেলেছিল প্রেমিক৷ দিনক্ষণ হয়েছিল চূড়ান্ত৷ কিন্তু, ‘ডেটিংয়ে’ যাবে কিসে? তা নিয়েই বাধল যত কাণ্ড!

মুশকিল আসান করতে এক বন্ধুর বাইক কয়েক ঘণ্টার জন্য ধার নেয় প্রেমিক যুবক৷ বাইক নিয়ে প্রেমিকা সঙ্গে দেখাও হয়৷ চলতে থাকে প্রেমালাপ৷ কিন্তু, হঠাৎ পুলিশের উপস্থিতিতে ভেস্তে গেল সবকিছুই৷ পুলিশ ওই ‘প্রেমিক’ যুবককে গ্রেপ্তার করে জানিয়ে দেয়, বাইকটি চোরাই৷ কয়েকদিন ধরে খোঁজা হচ্ছিল৷ বেগতিক বুঝে প্রেমিকা উধাও৷

Advertisement

বাইক চুরির অপরাধে বছর কুড়ির কিষাণ সিংহকে থানায় নিয়ে যায় পুলিশ৷ বাগডোগরা থানা এলাকার ঘোষপুকুরের বাসিন্দা ওই যুবকে পরে গ্রেপ্তার করে পুলিশ৷ এই ঘটনার পর নকশালবাড়ি থানার ওসি তপন পাল জানান, ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়৷ বিচারক অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷

জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে, বৃহস্পতিবার এক বন্ধুর কাছ থেকে বাইকটি চেয়ে নেয় সে৷ বাইকে তেল কম ছিল৷ সেদিকে হুঁশ ছিল না তার৷ গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতে হবে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওই প্রেমিকার পরীক্ষা শেষ হতেই তার সঙ্গে দেখা করার পরিকল্পনা নেয় কিষাণ৷ পড়াশোনায় নিজে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের গণ্ডিতে থেমে যাওয়া এই যুবক প্রেমিকাকে নিয়ে এদিন বাইকে ঘুরে বেড়ানোর পরিকল্পনা নেয়৷ কিন্তু বাদ সাধে বাইকের তেল৷

বাইকে পেট্রল কম থাকায় কিছুক্ষণ পর সেটি স্টার্ট নিচ্ছে না দেখে বিষয়টি বুঝতে পারে সে৷ এরপর সেই বাইকে তেল ভরতে পেট্রল পাম্পের উদ্দেশে হাঁটতে শুরু করে৷ পথে পুলিশ তার পথ আটকে গাড়ির কাগজপত্র দেখতে চায়৷ আর তা না পেয়ে বাইক-সহ তাকে গ্রেপ্তার করে৷ জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে, বাইকটি সে চুরি করেনি৷ প্রেমিকার সঙ্গে দেখা করবে বলেই এক বন্ধুর কাছ থেকে সেটি চেয়ে নিয়ে আসে৷ যদিও পুলিশ তার বক্তব্য খতিয়ে দেখছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement