Advertisement
Advertisement

শিলিগুড়িতে স্বনির্ভর গোষ্ঠীর জন্য আলাদা শপিং মল, অভিনব উদ্যোগ এসজেডিএ-র

কেমন হবে শপিং মলটি?

Siliguri to have shopping mall for self-help groups
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 10, 2018 11:59 am
  • Updated:August 10, 2018 12:08 pm

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: শিলিগুড়ির উপকণ্ঠে কাওয়াখালিতে বিশ্ববাংলার হাট এখন রীতিমতো জনপ্রিয়৷ বিকিকিনি চলছে জোরকদমে৷ এবার শহরে  স্বনির্ভর গোষ্ঠীর জন্য একটি শপিং মল তৈরির সিদ্ধান্ত নিল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বা এসজেডিএ৷ তবে আর পাঁচটা শপিং মলের মতো নয়, বরং বিশ্ববাংলার স্টলে ধাঁচে, কিংবা বলা ভাল, মেলার মতো করে বিপণনীটি তৈরি করা হবে বলে জানিয়েছেন এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী৷ এই উদ্যোগে খুশি উত্তরবঙ্গের ব্যবসায়ীরা৷

[ ব্যস্ত নিউ মার্কেটে একদল যুবক-যুবতীর ‘রেইন ডান্স’, ভাইরাল ভিডিও]

Advertisement

বাজারে কিংবা দোকানে গিয়ে কেনাকাটার পাঠ চুকেছে৷ শপিং মল কালচারে অভ্যস্ত হয়ে উঠেছেন মেট্রো শহরের বাসিন্দারা৷ আর হবে নাই বা কেন! শুধু তো কেনাকাটা নয়, শপিং মলে খাওয়া-দাওয়া, এমনকী সিনেমা দেখার ব্যবস্থাও থাকে৷ ইদানিং তো আবার মফঃস্বল শহরেও ইতিউতি গজিয়ে উঠছে মল৷ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলিগুড়িও ব্যতিক্রম নয়৷ কিন্তু, ঝাঁ চকচকে এইসব বিপণনীতে সাধারণভাবে বিভিন্ন নামী কোম্পানির সামগ্রী বিক্রি হয়৷ অথচ  রাজ্যে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা যেসব সামগ্রী তৈরি করছেন, তাও তো ফেলনা নয়৷ বরং ঠিকমতো বিপণন করতে পারলে, নামী কোম্পানির তৈরি সামগ্রীর সঙ্গেও যে রীতিমতো পাল্লা দেওয়া সম্ভব, বিশ্ববাংলার হাটই তার প্রমাণ৷ এই ভাবনা থেকে শিলিগুড়ি শহরের শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর জন্য আলাদা একটি শপিং মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে এসজেডিএ৷

তা কেমন হবে এই অভিনব শপিং মল? শহরের প্রাণকেন্দ্রে বিশ্ববাংলার হাটের ধাঁচেই তৈরি করা হবে মল৷ শপিং মলে যেমন এক ছাদের নিচে থাকে হরেক আয়োজন, ঠিক তেমনটা হবে না৷ বরং মেলার মতো একটি নির্দিষ্ট অঞ্চলে জুড়ে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর স্টল৷ ক্রেতারা সেই স্টলে ঘুরে ঘুরে শপিং মলের থেকে অনেক কম দামে কিনতে পাবেন পছন্দমতো সামগ্রী৷ এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, শপিং মলে স্টলের জন্য বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর কাছে আবেদনপত্র চাওয়া হয়েছে৷ আবেদন ভিত্তিতে প্রস্তাবিত শপিং মলের আকার ও পরিসর ঠিক করা হবে৷ প্রাথমিকভাবে শিলিগুড়ি হকার্স কর্নার কাছে এসজেডিএ-র দমি দখলমুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে৷

[আবুধাবিতে কাজে গিয়ে খুন নদিয়ার যুবক, বাড়ছে রহস্য]

উত্তরবঙ্গে সবচেয়ে বড় শহর শিলিগুড়ি৷ শহরের একদিকে নেপাল ও ভুটান সীমান্ত, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত৷  তাই বছরভর শিলিগুড়িতে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে৷ এলজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর আশা, শহরের এই অভিনব শপিং মলটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে৷ পর্যটনে বাড়তি মাত্রা যোগ হবে৷ এমনকী, প্রস্তাবিত এই শপিং মলে থাকবে খাওয়া-দাওয়া ব্যবস্থাও৷ তবে শুধুমাত্র ফুলবাড়ির  লালমোহন কিংবা বেলাকোবার চমচমের মতো বাংলার চিরাচরিত খাবারই পাওয়া যাবে৷ কোনও বহুজাতিক সংস্থার খাবার বিক্রি করতে দেওয়া হবে না৷ সোজা কথায় নামে শপিং মলে হলেও, আসলে এই বিপণনীতে এক টুকরো বাংলাকেই তুলে ধরতে চাইছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ৷

[ গাড়িতে উলটো জাতীয় পতাকা, বিতর্কে রাজ্যের মন্ত্রী

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement