Advertisement
Advertisement

স্টেশনেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, শামিল ৪০ জন পথশিশু

অভিনব উদ্যোগ৷

Siliguri: street children take part in Independence Day  celebration
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 15, 2018 5:47 pm
  • Updated:August 15, 2018 5:47 pm  

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি:  স্রেফ বয়সের কারণে হয়তো নাগরিকত্ব নেই৷ কিন্তু, এ দেশে ওদের অধিকার তো কারও থেকে কম নয়৷ শিলিগুড়িতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শামিল পথশিশুরাও৷

[ স্বাধীনতা দিবসের উপহার, শুক্রবার থেকেই দুরন্ত থামবে আসানসোলে]

Advertisement

কেউ বাড়ি থেকে পালিয়ে এসেছে, কারও আবার বাবা-মার খোঁজ নেই৷ সকলেরই ঠিকানা শিলিগুড়ি শহর লাগোয়া নিউ জনপাইগুড়ি স্টেশন৷ শিলিগুড়িতে পথশিশুদের নিয়ে কাজ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ আগে সংস্থার হোমেই থাকত চল্লিশ জন শিশু৷ কিন্তু, এখন হোমটি বন্ধ হয়ে গিয়েছে৷ এনজেপি স্টেশনেই রাত কাটাতে হয় অনাথ শিশুদের৷ কিন্তু, তারা যাতে বিপথে চলে না যায়, সেদিকে নজর রাখেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা৷ শিশুদের স্কুলে ভরতি করে দিয়েছেন তাঁরা৷ বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে এনজেপি স্টেশনে যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ওই স্বেচ্ছাসেবী সংগঠন ও রেলপুলিশ৷ অনুষ্ঠানে অংশ নেয় ৪০ জন পথশিশু৷

সকালে প্রথামাফিক প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন এনজেপি স্টেশনের দায়িত্বপ্রাপ্ত জিআরপি আধিকারিকরা৷ দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে চলে আলোচনা৷ গল্পচ্ছলে পথশিশুদের পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা জানানো হয়৷ স্বেচ্ছাসেবী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এই পথশিশুদের অনেকেই রীতিমতো মেধাবী৷ কিন্তু স্রেফ নজরদারি বা দেখাশোনার অভাবেই তারা বিপথে চলে যায়৷ অল্প বয়সেই নেশার কবলে পড়ে যেমন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনই আবার কেউ চুরির মতো নানা ধরনের অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ে৷ সকলকেই সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে৷ কিন্তু, প্রকৃত মানুষ হতে গেলে তো শুধু পড়াশোনা করলেই হবে না৷ দেশকে ভালবাসতেও শিখতে হবে৷ তাই পথশিশুদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলার জন্য স্বাধীনতার অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি৷ এনজেপি স্টেশনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনে সাহায্য করেছে জিআরপিও৷

স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে তৎপর প্রশাসন, দিঘায় বিশেষ নজরদারি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement