Advertisement
Advertisement

Breaking News

ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা রংমিস্ত্রির, অভিযুক্তকে গণধোলাই

চাঞ্চল্য শিলিগুড়িতে৷

Siliguri: Man thrashed for violating woman’s dignity
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 13, 2018 4:52 pm
  • Updated:September 13, 2018 4:52 pm  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: বাড়িতে রং করতে এসে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্তকে হাতনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ চলল গণপিটুনি৷ শেষপর্যন্ত ওই যুবককে উদ্ধার করে পুলিশ৷ আপাতত তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার ভরদুপুরে এই ঘটনা চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে৷

দুর্গাপুজোর চাঁদার টাকা আত্মসাৎ! প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে খুনের চেষ্টা]

Advertisement

শিলিগুড়ির সুভাষপল্লিতে থাকেন এক দম্পতি৷ স্বামী সরকারি স্কুলের শিক্ষক৷ আর স্ত্রী গৃহবধূ৷ দুই মেয়ে স্কুলে পড়ে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ওই দম্পতির বাড়িতে রঙের কাজ করছিল রফিকুল শেখ নামে এক যুবক৷ বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ৷ ওই মহিলার অভিযোগ, তাঁকে পিছন জাপটে ধরে শোওয়ার ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে রফিকুল৷ চিৎকার শুনে যখন প্রতিবেশী বাড়ির ভিতর ঢোকেন, তখন দেখেন, ওই গৃহবধূর হাত ধরে টানাটানি করছে রফিকুল৷ এরপরই তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ এদিকে ভরদুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সুভাষপল্লীতে৷ আতঙ্কে ওই দম্পতি৷ তবে থানায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর৷ জানা গিয়েছে, অভিযুক্ত রফিকুল শেখের শিলিগুড়িরই বাসিন্দা৷ তাঁর বাড়ি শহরের ভক্তিনগর চেকপোস্ট এলাকায়৷  

দিন কয়েক আগে খোদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আবাসনেই ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল বলে অভিযোগ৷ স্বামী হাসপাতালের গ্রুপ ডি কর্মী৷ সেই সুবাদে সরকারি আবাসনে থাকেন অভিযোগকারিণী মহিলা৷ তাঁর দাবি, কোয়ার্টারে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে স্বামীর সহকর্মী সামিম সরকার৷ কিন্তু, অন্য আবাসিকরা চলে আসায় শেষপর্যন্ত পালিয়ে যায় সে৷ অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ৷

[ ক্যাম্পাসে গুলি, বহিরাগতদের গ্রেপ্তারের দাবিতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মিছিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement