Advertisement
Advertisement

শিলিগুড়িতে নিখোঁজ টেবিল টেনিস খেলোয়াড়ের বাবা, দানা বাঁধছে রহস্য

পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ।

Siliguri: Father of Promising table tennis player goes missing, police delays inquiry
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2018 8:54 am
  • Updated:August 28, 2018 8:54 am  

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: টেবিল টেনিস খেলোয়াড়ের বাবার নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। গত প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ শিলিগুড়ির প্রতিশ্রুতিমান টেবিল টেনিস খেলোয়াড় পিনাক মণ্ডলের বাবা উৎপল মণ্ডল। পুলিশ জানাচ্ছে হাজার হদিশ করেও মেলেনি সন্ধান। তাই শেষপর্যন্ত কার্শিয়ংয়ের অতিরিক্ত পুলিশ সুপার হরেকৃষ্ণ পাইয়ের কাছে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করেন উৎপলবাবুর স্ত্রী পিঙ্কিদেবী। অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।

[প্রবন্ধ প্রতিযোগিতায় নজিরবিহীন সাফল্য, নাসার পথে বালুরঘাটের ৮ পড়ুয়া]

Advertisement

 সোমবার দার্জিলিং জেলা লিগাল এড ফোরামের তরফ থেকে পিঙ্কিদেবীকে আইনি সহায়তা দেওয়া হয়। তাঁরাও শিলিগুড়ি থেকে কার্শিয়ংয়ে যান। ফোরামের সম্পাদক অমিত সরকার বলেন, “ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর পরিবারের তরফ থেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তারপরও কোনও পদক্ষেপ করা হয়নি। আমরা দ্রুত তদন্তের আবেদন করেছি।”
 পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, গত ১৯ আগস্ট শিলিগুড়ি থেকে সিকিম যাচ্ছেন বলে পিঙ্কিদেবীকে জানান উৎপলবাবু। পেশায় ব্যাঙ্ককর্মী তিনি এর আগেও একাধিকবার এমন ট্যুরে গিয়েছেন তাই বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তারপর থেকেই আর ফোনে পাওয়া যায়নি তাঁকে। প্রথমে একাই যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন উৎপলবাবু। পরে একবার একটি নম্বর থেকে বাড়িতে ফোন করেন। তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ থাকায় ওই নম্বরে ফোন করে পিঙ্কিদেবী জানতে পারেন,  তাঁর সঙ্গে আরও তিনজন গিয়েছিলেন। ২১ তারিখ তাঁরা সিকিম থেকে একসঙ্গেই  ফিরছিলেন, পথে সেবকে উৎপলবাবু নেমে যান। তারপর থেকে আর কোনও যোগাযোগ নেই। কেন সেবকে নেমেছিলেন তার জবাব মেলেনি।

[রেল ঝুপড়িতে বসবাসকারী মহিলার মৃত্যু, জোরাল ‘অনাহার’ জল্পনা]

এরপরই সেবক ফাঁড়িতে প্রথমে নিখোঁজ ও পরে অপহরণের অভিযোগ দায়ের হয় তিনজনের বিরুদ্ধে। প্রথমে মামলা না নিলেও ফোরামের চাপে বিষয়টি নিয়ে মামলা দায়ের করে পুলিশ। পিঙ্কিদেবী জানিয়েছেন, “কীভাবে কি হল বুঝতে পারছি না। উদ্বেগে আছি।” টেবিল টেনিস মহলও গোটা ঘটনায় হতবাক। তাঁরাও চাইছেন দ্রুত উৎপলবাবু সুস্থ শরীরে ফিরে আসুন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement