Advertisement
Advertisement

Breaking News

Bongaon-Sealdah Train route

সিগন্যাল সমস্যায় বনগাঁ শাখায় থমকে ট্রেন, ডায়মন্ড হারবারে বিক্ষোভ, চরম ভোগান্তি

খড়গপুর শাখায়ও ভোগান্তি চলছে।

Signaling problem in Bongaon-Sealdah Train route

ডায়মন্ড হারবারে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:August 1, 2024 11:09 am
  • Updated:August 1, 2024 11:44 am  

সুব্রত বিশ্বাস: ফের অফিস টাইমে রেল-দুর্ভোগ। প্রবল বৃষ্টিতে সিগন্যাল প্যানেলে জল ঢুকে বিপত্তি। বৃহস্পতিবার সকাল থেকেই বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সংক্ষিপ্ত হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। এদিকে আবার বুধবারের পর বৃহস্পতিবারও ডায়মন্ড হারবার শাখায় অবরোধ করেছে কিছু বহিরাগত। ফলে ট্রেন চলাচল বিঘ্নিত। আবার মুম্বই মেলের দুর্ঘটনার জেরে খড়গপুর শাখায়ও ভোগান্তি চলছে। সবমিলিয়ে এদিনও ট্রেন-যন্ত্রণায় বিদ্ধ নিত্যযাত্রীরা।

জেলার সঙ্গে শহর, শহরতলির সঙ্গে শহরের যোগাযোগের অন্যতম উপায় হল রেল। অথচ সপ্তাহের ব্যস্ত দিনে সেই রেলেই দুর্ভোগ। রাতভর প্রবল বৃষ্টিতে বনগাঁ-শিয়ালদহ শাখায় সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেয়। যার জেরে ওই শাখায় ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়। শিয়ালদহ থেকে রওনা হওয়া দুটি ট্রেন চাঁদপাড়া পর্যন্ত গিয়ে আটকে যায়। তার পর আরও এগোয়নি। পরের একাধিক ট্রেন সময়ের থেকে দেরিতে চলাচল করছে। যার জেরে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। প্রভাব পড়ে বনগাঁ-রানাঘাট শাখায় ট্রেন চলাচলে।

Advertisement

[আরও পড়ুন: ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা, রাজ্যজুড়ে চলবে বৃষ্টি, কবে কোথায় দুর্যোগ?]

এদিকে এদিনও সকাল ১০টা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ করেন কিছু বহিরাগতরা। যার জেরে ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলের তরফে জানানো হয়েছে, কিছু বহিরাগত বিভিন্ন ইস্যুতে রেলপথ অবরোধ করে। বেশ কিছুক্ষণ আটকে ছিল ট্রেন চলাচল। যার জেরে বিপাকে পড়েন অফিস যাত্রীরা। 

চক্রধরপুরে মুম্বই মেলের দুর্ঘটনার জেরে খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে রয়েছে। বেশকিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দেরিতে যাত্রা করবে গীতাঞ্জলির মতো এক্সপ্রেস। লোকাল ট্রেনও চলছে দেরিতে। 

[আরও পড়ুন: নতুন সংসদের ছাদ চুঁইয়ে পড়ছে জল, বালতি পাতা মেঝেতে! ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement