সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পর পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ডামাডোলের সৃষ্টি হয়েছে তা নিয়েই এবার মুখ খুললেন বিজেপির জাতীয় সচিব সিদ্ধার্থনাথ সিং৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে দেশ জুড়ে তৃণমূল যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে সেই বিষয়ে মন্তব্য করেন তিনি৷ তিনি বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছে তাই বলুন, আইন নিজের মতো চলবে৷”
প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে একের পর এক তৃণমূল নেতৃত্বের জেল হেফাজতকে প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করার জন্যই তৃণমূল ও অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি৷ এই বিষয়ে সিদ্ধার্থনাথ বলেন, “বিষয়টি যদি ‘তৃণমূল-বন্দি’ বলেই ভেবে থাকেন তিনি, তবে তাঁকে আশ্বস্ত করেই বলি এই ব্যাপারে বিজেপি নিজেদের সিদ্ধান্তে অনড়৷” বাংলা থেকে ‘ভ্রষ্টাচার-বন্দি’ এবং ‘গুন্ডা-বন্দি’ দূর করবে বিজেপি, এমন কথাও বলেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.