রঞ্জন মহাপাত্র, কাঁথি: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনি নোটিসের জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্বের ঘটনা উল্লেখ করে দাবি করলেন, অভিষেক বরাবরই অসহিষ্ণু। জানালেন, তাঁকে যে আইনি নোটিস পাঠানো হয়েছে তা ত্রুটিপূর্ণ।
‘ভাইপো’ বলে কটাক্ষ করায় কিছুদিন আগে শুভেন্দুকে আইনি নোটিস পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩৬ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন। ক্ষমা না চাইলে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন সাংসদ। তবুও ক্ষমা চাননি বিজেপি নেতা। তারপর মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়ে অভিষেককে আইনি নোটিস পাঠিয়েছিলেন শুভেন্দু (Suvemdu Adhikari)। এবার সাংসদের পাঠানো চিঠির জবাব দিলেন বিজেপি নেতা। সেখানে তিনি বলেছেন, “লাল বাহাদুর শাস্ত্রীর মতো মণীষীদের অপমান করেছেন অভিষেক। কারণ ওনার শিক্ষার অভাব। উনি ভুয়ো ডিগ্রি নিয়ে ঘুরছেন। অহিষ্ণুতার কারণে চুপচাপ দাঁড়িয়ে থেকে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলাও সমর্থন করেছেন উনি।” শুধু আইনি নোটিসই নয়। বিজেপি নেতার বিরুদ্ধে হাই কোর্টে মামলাও দায়ের করেছিলেন সাংসদ। তা খারিজ হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে।
দলত্যাগের পর থেকে বারবার তৃণমূল নেতারা আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীও নাম না করে তোপ দেগেছেন তাঁকে। ‘বিশ্বাসঘাতক’ তকমাও দেওয়া হয়েছে। যদিও সেসবকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা। একুশে মোদির হাতে বাংলা তুলে দিতে বদ্ধপরিকর তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.