Advertisement
Advertisement

Breaking News

‘গাড়ির বদলে হাঁটা’, দূষণ রুখতে অভিনব পদক্ষেপ কালিম্পং পুরসভার

উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুর এলাকার বাসিন্দারা৷

Shun driving, start walking: Kalimpong civic body on pollution control
Published by: Kumaresh Halder
  • Posted:July 27, 2018 7:59 pm
  • Updated:July 27, 2018 7:59 pm  

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: দূষণের বিষ রুখতে জোড়-বিজোড় নীতি চালু করে  দেশের নজির গড়েছিল দিল্লি সরকার৷ এবার গাড়ির বদলে হাঁটার উপর গুরুত্ব বাড়িয়ে নজর কাড়ল কালিম্পং পুরসভা৷

[বাংলায় কৃষক আত্মহত্যার ঘটনা নেই, দাবি মুখ্যমন্ত্রীর]

দিনে দিনে ঘিঞ্জি হয়ে উঠছে পাহাড়ি শহর৷ বেড়েই চলেছে দূষণ৷ ফলে শহরকে দূষণমুক্ত রাখতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে কালিম্পং পুরসভা৷ গাড়ি ছেড়ে হাঁটার উপর গুরুত্ব দিয়ে পুর এলকার বাসিন্দাদের আর্জি জানিয়েছে পুরসভা৷ ‘গাড়ির বদলে হাঁটা’, এই মন্ত্র গোটা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শহরের ফুটব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুরসভা৷ শহরের বিভিন্ন রাস্তা ও গলিকে সংযুক্ত করতে এই ফুটব্রিজগুলি কার্যকরী হবে বলে মনে করছেন পুর-কর্তারা৷ ইতিমধ্যেই পরিকল্পনা  শুরু হয়েছে।

Advertisement

খুব শীঘ্রই টেন্ডার ডেকে কাজ শুরু করা হবে বলে পুরসভা সূত্রের খবর। পুরপ্রধান প্রতিভা রাই জানিয়েছেন, হাঁটা পথেই জোর দিচ্ছেন তাঁরা। এতে একদিকে যেমন দূষণ নিয়ন্ত্রণে থাকবে, তেমনি শহরবাসীর স্বাস্থ্যও ভাল থাকবে। দ্রুত বিষয়টি কার্যকর করা হবে বলে জানান প্রতিভাদেবী। তিনি জানান, শহরের পুরভবন, থানাদাড়া, হাটবাজার, সি কে চক, গার্লস স্কুল এলাকায় ফুটব্রিজগুলি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুগুলিকেও তৈরি করা হচ্ছে ধাতব যন্ত্রাংশ দিয়ে। যাতে অল্প জায়গায় নির্মাণ শেষ করা যায়।

[রাজ্যে চিকিৎসকের অভাব, কেন্দ্রের ভুল নীতিকেই দুষলেন মুখ্যমন্ত্রী]

কালিম্পংয়ের বেশিরভাগ বাসিন্দা ভৌগলিক অবস্থান ও রাস্তার সংকীর্ণতার জন্য হেঁটেই কাজ সারেন। বাইরের পর্যটক ও অল্পসংখ্যক কিছু মানুষ গাড়ি ব্যবহার করেন। তবে, পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ইদানীং শহরের যানজট ও দূষণ ব্যাপক হারে বেড়েছে বলে মনে করছেন পুর-আধিকারিকরা। এলাকায় ফুটব্রিজগু তৈরির দাবি দীর্ঘদিনের। তবে, বাম আমলে দাবি পূরণের দিকে কোন নজর দেওয়া হয়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি পাহাড় সফরে গিয়ে একাধিক উন্নয়নের বার্তা ও নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তারপরই জিটিএ–এর তরফে কালিম্পং পুরসভার উন্নয়নের জন্য দশ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ফুটব্রিজগুলি রয়েছে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

[বন্যপ্রাণ-মানুষের সহাবস্থানে অনন্য সুন্দরবন, এল ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement