সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি আন্দোলন, বিক্ষোভ, আগুন, পুলিশ ও সেনা কর্মীকে মারধর- পাহাড় কি কাশ্মীর হয়ে গেল? সাম্প্রতিক অতীতে মোর্চার বিক্ষোভে অগ্নিগর্ভ পাহাড়ের পরিস্থিতিতে এ প্রশ্নই বারবার উঠছিল। সমস্যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও। রবিবারই টুইট করে তিনি জানান, এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। সেই সঙ্গে শান্তি রাখারও আবেদন রাজনাথের।
[ জানেন, রাজস্থানে সমাজকর্মীর মৃত্যুতে কী প্রতিক্রিয়া দিলেন বসুন্ধরা রাজে? ]
পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে জঙ্গি আন্দোলন শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শুরু হয় তাণ্ডব। মমতা একার হাতে অনেকটাই শান্ত করেছিলেন পরিস্থিতি। কিন্তু তিনি ফিরতেই আবার উত্তাল হয়ে ওঠে পাহাড়। এই প্রেক্ষিতেই পাহাড়ের পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাঁকে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদন, আলাপ আলোচনার মাধ্যমে পুরো পরিস্থিতির সমাধান করার। আন্দোলনকারী ও প্রশাসন সকল পক্ষের কাছেই তাঁর আরজি, ভারতের মতো গণতান্ত্রিক দেশে হিংসাত্মক আন্দোলন কোনওদিনই কোনও সদর্থক পথের সন্ধান দেয়নি। বরং পারস্পরিক আলোচনার মাধ্যমেই রফাসূত্রে পৌঁছানো সম্ভব। এদিন সে বার্তাই দিলেন রাজনাথ সিং। দার্জিলিং ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। হিংসাত্মক পথে কারও ইন্ধন দেওয়া উচিত নয় বলেই জানান তিনি।
I appeal to the people living in Darjeeling and nearby areas to remain calm and peaceful. Nobody should resort to violence.
— Rajnath Singh (@rajnathsingh) 18 June 2017
In a democracy like India resorting to violence would never help in finding a solution. Every issue can be resolved through mutual dialogue.
— Rajnath Singh (@rajnathsingh) 18 June 2017
All concerned parties and stakeholders should resolve their differences and misunderstandings through dialogue in amicable environment.
— Rajnath Singh (@rajnathsingh) 18 June 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.