অর্ণব দাস, বারাকপুর: সাতসকালে ইছাপুরে ভরা বাজারে শুটআউট। তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর চলল তিন রাউন্ড গুলি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন গুলিবিদ্ধ ব্যাক্তি। গুলির নেপথ্যে রাজনীতি নাকি অন্য কিছু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা রবিন দাস। উত্তর ২৪ পরগনার ইছাপুরের মায়াপল্লির বাসিন্দা তিনি। তৃণমূল নেতা হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ২১ নম্বর রেলগেটের কাছে ফুল কিনতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তিনজন যুবক একদম কাছ থেকে রবিনকে লক্ষ্য করে তিনরাউন্ড গুলি চালায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জনবহুল এলাকা হওয়ায় সকলে ছুটে আসে।
তড়িঘড়ি গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাকপুরের একটি নার্সিংহোমে। পরবর্তীতে তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। কিন্তু কী কারণে গুলি, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে ব্যবসা নাকি রাজনৈতিক অশান্তি, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.