Advertisement
Advertisement

Breaking News

বিজয় মিছিল

বালুরঘাটে বিজেপির বিজয় মিছিলে চলল গুলি, অভিযুক্ত তৃণমূল

কে গুলি চালাল, তা নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরাও৷

Shots fired at BJP's victory march at Gangarampur
Published by: Sayani Sen
  • Posted:May 27, 2019 2:20 pm
  • Updated:May 27, 2019 2:20 pm  

রাজা দাস, বালুরঘাট: বিজেপির বিজয় মিছিল লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে এক রাউন্ড গুলি চলে বলেই দাবি পদ্ম শিবিরের৷ গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ কে বা কারা গুলি চালাল, তা নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরাও৷ যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে এই ঘটনায় পালটা বিজেপিকে দায়ী করেছে তৃণমূল৷

[ আরও পড়ুন: ফাঁস রুখতে নয়া উদ্যোগ উচ্চশিক্ষা সংসদের, আগামী বছর থেকে প্রশ্নপত্রেই উত্তর]

এক্সিট পোলেই মিলেছিল আভাস৷ ফলপ্রকাশের পর চতুর্দিকে গেরুয়া ঝড়৷ এ রাজ্যে ১৮টি আসনের দখল নিয়েছে বিজেপি৷ অর্পিতা ঘোষের মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার৷ তাই মুখের হাসি চওড়া হয়েছে দলীয় নেতা,কর্মীদের৷ দলীয় প্রার্থীর জয়ে জেলার বিভিন্ন এলাকায় বিজয় মিছিল হচ্ছে। রবিবার সন্ধেয় গঙ্গারামপুর ব্লকের ২ নম্বর বেলবাড়ি এলাকার গোয়ালপাড়াতে বিজেপির বিজয় মিছিল বেরোয়৷ যার নেতৃত্ব দেন গঙ্গারামপুর ব্লক সভাপতি সনাতন কর্মকার। অভিযোগ, লক্ষ্মীতলা পৌঁছাতেই বিজেপির বিজয় মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়৷ এক রাউন্ড গুলি চলে বলেই দাবি গেরুয়া শিবিরের৷

Advertisement

[ আরও পড়ুন: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল, ইতিহাস গড়ে প্রথম দশে রেকর্ড সংখ্যক কৃতী]

মিছিলে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ আতঙ্কিত হয়ে পড়েন মিছিলে পা মেলানো বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা৷ গুলি চলার খবর পৌঁছায় গঙ্গারামপুর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা থেকে এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে৷ এ বিষয়ে বিজেপির গঙ্গারামপুর ব্লক সভাপতি সনাতন কর্মকার বলেন, ‘‘বিজয় মিছিল বের হয়েছিল। মিছিল লক্ষ্য করে গুলি চালায় সনাতন দাস। সে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী৷ অল্পের জন্য আমরা বেঁচে যাই।’’ এই ঘটনায় গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে৷ গোটা ঘটনাটি বিজেপির সাজানো বলে পালটা দাবিও করেছেন তাঁরা। ঘটনাটি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement