প্রতীকী ছবি।
অভিষেক চৌধুরী, কালনা: ওভারলোডেড গাড়ি ধরাকে কেন্দ্র করে গুলি চলল কালনায়। কালনা (Kalna) মোটর ভেহিক্যাল এনফোর্সমেন্ট আধিকারিকদের গাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে গুলিচালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, পরক্ষণেই একটি গাড়িকে ওই গাড়ির পিছু ধাওয়া করতে দেখা গিয়েছে বলেও অভিযোগ। বুধবার গভীর রাতে কাটোয়া ও পূর্বস্থলীর মধ্যবর্তী এলাকায় এসটিকেকে রোডে এই ঘটনায় অল্পের জন্য আধিকারিকরা রক্ষা পেলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্বস্থলী থানার পুলিশ এই ঘটনায় এক ডাম্পার মালিককে চারচাকা গাড়ি সহ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এমভিআই সূত্রে জানা গিয়েছে, কালনা মোটর ভেহিক্যাল এনফোর্সমেন্টের আধিকারিকরা বুধবার গভীর রাতে কালনা-কাটোয়া এসটিকেকে রোডে রুটিন চেক আপে যান। নেতৃত্বে ছিলেন প্রীতম কর্মকার ও অভিজিৎ ঘোষ। আধিকারিকদের অভিযোগ, কাটোয়ার দিক থেকে পূর্বস্থলীর দিকে যাওয়ার সময় হঠাৎ করে সামনের দিক থেকে আসা একটি গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। যদিও সেই গুলি গাড়ির গায়ে লেগে ছিটকে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আতঙ্কিত হয়ে পড়েন আধিকারিকরা। পরক্ষণেই সামনের গাড়িটি কাটোয়ার দিকে চলে যায়।
এর কিছুক্ষণ পরই একটি চারচাকা গাড়ি আধিকারিকদের গাড়ি ধাওয়া করে। অভিজিৎ ঘোষ নামে এক আধিকারিক বলেন, “ওভারলোডিং গাড়ি ধরতে আমরা রুটিন চেক আপে ছিলাম। সেইসময় সামনের দিক থেকে একটি চারচাকা গাড়ি থেকে গুলি ছুঁড়ে কাটোয়ার দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলি গাড়িতে লাগে। রাত দেড়টা নাগাদ এমনই এক ঘটনায় আমরা ভয় পেয়ে যাই। এর কিছুক্ষণ পরেই দেখি একটি চার চাকা গাড়ি আমাদের পিছু নিয়েছে। কী কারণে এইরকম ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছি না।”
পূর্বস্থলী থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পিছু ধাওয়া করা চারচাকা গাড়িটকে শনাক্ত করে গাড়িটিকে আটক করা হয়।গাড়ির চালক শান্তনু মজুমদারকেও গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তনু মজুমদারের গাড়ির ব্যবসা রয়েছে। তাঁর কয়েকটি ডাম্পার রয়েছে। সেই ডাম্পারে করে বিভিন্ন সময়ে সে বালি, পাথর সরবরাহের ব্যবসা করত।কোথা থেকে, কীভাবে ও কী কারণে গুলি ছোঁড়ার এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.