সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: ফের শুটআউট হাওড়ার উলুবেড়িয়ায়৷ দুই দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে খুন হলেন আশিস জেলে নামে এক যুবক৷ আর এই শুটআউট কাণ্ডের তদন্তে নেমেই পুলিশের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য৷ কেন খুন করা হল পেশায় অটোচালক ওই যুবককে? কারাই বা খুনের সঙ্গে জড়িত? এই সমস্ত প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের৷ পাশাপাশি, ধোঁয়াশা তৈরি হয়েছে খুনের সময় অটোর পিছনে বসে থাকা দুই যাত্রীকে নিয়েও৷ এই খুনের সঙ্গে ওই দুই যাত্রীর কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন উলুবেড়িয়া থানার পুলিশ অফিসাররা৷
[স্বামী থাকেন বিদেশে, গৃহবধূকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ]
মৃতের স্ত্রী লিপিকা জেলে জানিয়েছেন, শুক্রবার দুপুরে তাঁদের বাড়িতে আসেন দুই ব্যক্তি৷ তাঁরাই রিজার্ভে আশিসের অটো ভাড়া করেন৷ জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়ার হীরাপুরে ভাড়া নিয়ে যান অটোচালক আশিস৷ হঠাৎই বাইকে করে এসে তাঁর পথ আটকায় দুই দুষ্কৃতী এবং গুলি ছোঁড়ে তাঁকে লক্ষ্য করে৷ আশিসের বুক এফোঁড়-ওফোঁড় হয়ে যায় গুলির আঘাতে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় উলুবেড়িয়া থানার পুলিশ৷ সূত্রের খবর, স্থানীয়দের সঙ্গে কথা বলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা৷ তাঁরা জানতে পেরেছেন, হামলার সময় ওই অটোর পিছনের সিটে বসেছিলেন দুই যাত্রী এবং দীর্ঘক্ষণ আশিসের অটোর পিছু করছিল ওই বাইকটি৷
[দুবরাজপুরে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতার ছেলে]
পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের কাছ থেকে পাওয়া এই দুটি তথ্যকে এখন মেলানোর চেষ্টা করছেন তদন্তকারীরা৷ তাঁরা জানিয়েছেন, অটো রিজার্ভ করা ওই দুই যাত্রীর সঙ্গে এই খুনের কোনও যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে৷ তাঁদের অনুমান, হয়তো আশিসকে খুনের উদ্দেশ্যেই অটো ভাড়া করা হয়েছিল৷ তা না হলে কেন হামলার পর পালিয়ে গেল যাত্রীরা৷ এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের৷ শুটআউটের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ তবে, স্থানীয়দের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দুই যাত্রীর স্কেচ তৈরি করা হয়েছে এবং সেই স্কেচের সাহায্যে ওই যাত্রীদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ পাশাপাশি, হামলার কারণ নিয়েও ধন্দ তৈরি হয়েছে পুলিশ অফিসারদের মধ্যে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.