Advertisement
Advertisement

Breaking News

TMC

ভরদুপুরে টিটাগড়ের ভরা বাজারে চলল গুলি, নমাজ পড়ে ফেরার পথে মৃত্যু তৃণমূল কর্মীর

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Shootout in Titagarh: TMC Worker killed in open road | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:April 28, 2023 3:43 pm
  • Updated:April 28, 2023 6:01 pm  

অর্ণব দাস, বারাকপুর: ভরদুপুরে ভরা বাজারের মাঝেই টিটাগড়ে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন তৃণমূল কর্মী আনোয়ার আলি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের তরফে জানা গিয়েছে, শুক্রবার টিটাগড়ের (Titagarh) জিসি রোড দিয়ে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার। সেই সময়ই মোটরবাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর দিকে লক্ষ্য করে গুলি চালান। গুলি সরাসরি এসে আনোয়ারের মুখে লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। কিন্তু আসার পথেই তাঁর মৃত্যু হয়ে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: ‘পুলিশের গুলিতেই কালিয়াগঞ্জের যুবকের মৃত্যু’, CBI তদন্তের দাবিতে হাই কোর্টে বিজেপি]

Shootout

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বছর ছাপ্পান্নর আনোয়ার। টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। এলাকায় ‘ভাল ছেলে’ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু কে বা কারা তাঁর দিকে গুলি চালাল, এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

এদিকে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান, আনোয়ার তৃণমূলের সক্রিয় ছিলেন। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত কারণও থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রকাশ্য দিবালোকে এভাবে জনবহুল এলাকায় গুলি চলায় আতঙ্কিত সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে আমজনতার নিরাপত্তা নিয়েও।

[আরও পড়ুন: ‘কুণাল ঘোষকে প্রণাম, ভবিষ্যদ্বাণী মিলেছে’, ‘সুপ্রিম’ রায়ে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়] 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement