ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর শুটআউট। কোচবিহারের (Cooch Behar) মহিষবাথানের কাছে গুলিতে মৃত্যু হল জমি ব্যবসায়ীর। ঘটনার পরই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তারা কতজন ছিল, কী কারণে খুন – এসব অজানা। তদন্তে নেমেছে পুলিশ। জাতীয় সড়কের (NH 31) উপর এমন ঘটনায় আতঙ্কিত আশপাশের মানুষজন।
জানা গিয়েছে, মৃতের নাম সুশীলচন্দ্র দাস, বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি আদতে অসমের (Assam) বাসিন্দা। পেশায় জমি ব্যবসায়ী। কোচবিহারের বাণেশ্বরে কাঁকড়াবাড়িতে থাকতেন। রবিবার রাতে ৩১ নং জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে ফিরছিলেন। সেসময়ই বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয়ে গুলি (Shootout) করে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সেখান দেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।
স্থানীয় বাসিন্দা সুশীলবাবুকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় এমজেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কাঁকড়াবাড়িতে তিনি একাই থাকতেন বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুর খবর পাঠানো হয়েছে অসমের বাড়িতে। পরিবারের সদস্যরা এখানে আসছেন বলে জানা গিয়েছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট পাওয়ার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
কেন এভাবে সুশীলবাবুকে খুন হতে হল? সেই প্রশ্নের কোনও সম্ভাব্য উত্তর মেলেনি এখনও। জমি ব্যবসা সংক্রান্ত কোনও শত্রুতা নাকি অন্য কোনও কারণ, তার উত্তর খুঁজছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.