সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা৷ বৃহস্পতিবারের পর, শুক্রবারও পুলিশের গুলিতে খতম হল এক দুষ্কৃতী। মৃতের নাম প্রভু সাউ, বয়স ২৮৷ এছাড়া পুলিশের দ্বারা আয়োজিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র এদিন সকালে ব্যাপক বোমাবাজি হয় এলাকায়৷ ফলে এই ধারাবাহিক খুন ও গুলি-বোমার আওয়াজে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা৷ এলাকায় তৈরি হয়েছে প্রবল উত্তেজনা৷
[ আরও পড়ুন: ৫ সদস্যের ঘর ওয়াপসি, সিউড়ির কোমা পঞ্চায়েত পুনর্দখল তৃণমূলের]
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে জগদ্দল থানা এলাকা পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয় প্রভু সাউ। তাকে উদ্ধার করে পুলিশ বারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়৷ যাতে ঘৃতাহুতি দেয় কাঁকিনাড়ার কাঁটাপুকুর এলাকায় বোমাবাজির ঘটনা৷ স্থানীয় সূত্রে খবর, এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এদিনই কাঁকিনাড়ার ৬ নম্বর রেলওয়ে সাইডে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে পুলিশ৷ কিন্তু খেলা শুরুর আগেই এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে সূত্রের খবর৷ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া৷ এখনও এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ গলিতে গলিতে চলছে তল্লাশি৷ এলাকায় যে বিপুল পরিমাণ গুলি ও বোমা মজুত রয়েছে, তা উদ্ধারে তৎপর হয়েছে প্রশাসন৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতেই জগদ্দলের কাউগাছির বিবেকনগরে খুন হয় এলাকায় কুখ্যাত দুষ্কৃতী গোবর রাজু। তোলাবাজি, খুন-সহ একাধিক মামলার অভিযুক্ত ছিল সে। বৃহস্পতিবার রাতে কাউগাছি পঞ্চায়েতেরই ক্ষুদিরামনগর এলাকায় একটি রেশন দোকানের সামনের রাস্তায় রাজুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগদ্দল থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে বারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে রাজুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতের ঘটনার সঙ্গে শুক্রবারের খুনের কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.