প্রতীকী ছবি।
বাবুল হক, মালদহ: ফের মালদহে শুটআউট (Shootout)। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মৃত্য়ু হয়েছে মদের দোকানের এক কর্মীর। পুলিশ সূত্রে খবর, তাঁর নাম চিন্ময় বারুই, বয়স ৪০ বছর। মদের দোকানে ক্রেতাদের সঙ্গে পাওনা নিয়ে বিবাদের জেরেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) গাজোল থানা এলাকায়। জানা গিয়েছে, নিহত চিন্ময় বারুইয়ের বাড়ি গাজোলের হরিদাস এলাকায়। তিনি গাজোলের আলাল এলাকার এক মদের দোকানের কর্মী। বৃহস্পতিবার রাতে রাতে তিনি দোকান বন্ধ করে আরেক কর্মীর সঙ্গে দোকানের প্রায় লক্ষাধিক টাকা নিয়ে মালিকের বাড়ি জমা দিতে যাচ্ছিলেন। ওই সময় রশিদপুর এলাকায় তিনটি মোটর বাইকে করে ৬ জন দুষ্কৃতী সেখানে হাজির হয়। তাঁরা কিছু বুঝে ওঠার আগে চিন্ময়কে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এর পর টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ।
দুষ্কৃতীদের ছোঁড়া গুলি লাগে চিন্ময়ের পিঠে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। পরে তাঁর অবস্থার অবনতি হলে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে তাঁর পরিবারের সদস্যরা সেখান থেকে আবার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সেখানে অপারেশন থিয়েটারে (OT) চিন্ময়ের শরীর থেকে গুলি বের করার সময়ই তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত মদের দোকানের মালিক ও অন্যান্য কর্মীরাও। কী কারণে চিন্ময়ের উপর এই হামলা, সে বিষয়ে কোনও অনুমান নেই তাঁদের কারও। তবে পাওনা নিয়ে বিবাদ থেকে এই কাণ্ড হতে পারে, এই আশঙ্কা করছেন তাঁরা। বছর চল্লিশের চিন্ময় বারুইয়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.