Advertisement
Advertisement

Breaking News

Shootout

ফিল্মি কায়দায় শুটআউট হুগলিতে, জিটি রোডে গাড়ি থেকে নেমে যুবককে খুন!

মেমারির গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ, শুরু তদন্ত।

Shootout at Hooghly in filmy style, miscreants kills man from the car | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 21, 2023 11:45 am
  • Updated:February 21, 2023 11:51 am  

দিব্যেন্দু মজুমদার: এ যেন সিনেমার দৃশ্য! হাইওয়েতে গাড়ি করে এসে যুবককে গুলি করে খুনের পরই চম্পট দিল দুষ্কৃতীরা। সাতসকালে হুগলির (Hooghly) জিটি রোডে এহেন শুটআউটের ঘটনায় কার্যত থমকে গিয়েছে আশপাশ। পুলিশ তদন্তে নেমে গাড়িটি আটক করেছে। এক দুষ্কৃতীকে নাগালে পেলেও দু’জন এখনও পলাতক। জানা গিয়েছে, মৃত যুবক পূর্ব বর্ধমানের মেমারির (Memari) বাসিন্দা। কী কারণে, কারা তাঁকে এভাবে খুন করল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭টা ৪৫ নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেমারির দিক থেকে আসছিল একটি বড় গাড়ি। হুগলি-বর্ধমানের সীমানার কাছে জিটি রোডের (GT Road) উপর কোচমালি এলাকায় গাড়ি থেকে নেমে একদল দুষ্কৃতী যুবককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি (Shootout)চালায়। তাঁর পাঁজরে গুলি লাগে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয় পড়েন তিনি। এরপরই দুষ্কৃতীরা গাড়ি নিয়ে চম্পট দেয়।

[আরও পড়ুন: নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ মামলায় জামিন ইমরান খানের, এখনও ঝুলে অন্য মামলা]

এই ঘটনায় হতভম্ব হয়ে যান আশপাশের বাসিন্দারা। তাঁরা সঙ্গে সঙ্গে ওই যুবককে উদ্ধার করে পাণ্ডুয়া (Pandua) গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে পাণ্ডুয়া থানার পুলিশ জানতে পেরেছে, মৃতের নাম উদয়ন বিশ্বাস, বয়স ৫০ বছর। উদয়ন মেমারির বাসিন্দা। তাঁর পকেট থেকে উদ্ধার হওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে এসব তথ্য জানা গিয়েছে।  কিন্তু কী কারণে তাঁকে এভাবে খুন হতে হল, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কিছু, সেসব খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের গাড়িটি বাজেয়াপ্ত করে একজনকে আটক করেছে। বাকিরা পলাতক।

[আরও পড়ুন: গড়িয়াহাটের পর পার্ক স্ট্রিট, ফের কলকাতায় উদ্ধার বিপুল টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement