Advertisement
Advertisement

দুবরাজপুরে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতার ছেলে

গুলিবিদ্ধ ওই যুবক দুবরাজপুরের বিদায়ী পুরপ্রধান পীযূষ পাণ্ডের ছেলে৷

Shootout at Dubrajpur

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:December 22, 2018 8:49 am
  • Updated:December 22, 2018 8:49 am  

নন্দন দত্ত, সিউড়ি: জয়নগর, আলিপুরদুয়ারের পর এবার শুটআউট বীরভূমের দুবরাজপুরে৷ শুক্রবার রাতের এই ঘটনায় জখম হয়েছেন তৃণমূল নেতার ছেলে৷ কী কারণে দুষ্কৃতীরা তাঁকে টার্গেট করল, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবক স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি৷

[‘জগন্নাথকে নামিয়ে নিজেরাই কৃষ্ণ সেজেছে’, রথ নিয়ে বিজেপিকে কটাক্ষ জ্যোতিপ্রিয়র]

শীতে কার্যত জবুথুবু দক্ষিণবঙ্গের জেলা বীরভূম৷ শীতের রাতে একটু তাড়াতাড়ি নিশুতি হয়ে যাচ্ছে গোটা এলাকা৷ শুক্রবার রাতেও একই পরিস্থিতি ছিল৷ রাত সাড়ে এগারোটা নাগাদ আচমকাই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা৷ তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন এলাকাবাসী৷ বাড়ি থেকে বেরিয়ে অবাক হয়ে যান তাঁরা৷ দেখেন স্টেডিয়াম পাড়ার কাছে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন দুবরাজপুরের বিদায়ী পুরপ্রধান পীযূষ পাণ্ডের ছেলে অর্ক৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল দুষ্কৃতী অর্ককে লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়৷ রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়৷ প্রথমে দুবরাজপুরের মানসায়র স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় অর্ককে৷ প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতার ছেলেকে৷ তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷

Advertisement

[পরকীয়ায় বাধা, স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর]

এই ঘটনাটি শুটআউট বলে মানতে নারাজ দুবরাজপুরের বিদায়ী পুরপ্রধান পীযূষ পাণ্ডে৷ তাঁর দাবি, বাইক থেকে পড়ে গিয়েই চোট পেয়েছেন অর্ক৷ যদিও পুলিশের দাবি একেবারেই অন্যরকম৷ তদন্তকারীদের দাবি, গুলি চলার পরই বিদায়ী এক কাউন্সিলরকে ফোন করেন অর্ক৷ তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলেও জানান তিনি৷ তবে কেন তৃণমূল নেতা তাঁর ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে আড়াল করার চেষ্টা করছেন, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ দুবরাজপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement