Advertisement
Advertisement

Breaking News

ডায়মন্ড হারবারে শুটআউট, গুলিবিদ্ধ উপপ্রধানের বাবা

অভিযোগের তির বিজেপির দিকে৷

Shootout at Diamond Harbour
Published by: Sayani Sen
  • Posted:November 20, 2018 9:29 am
  • Updated:November 20, 2018 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড হারবারে শুটআউট৷ দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম কেচারপুর পঞ্চায়েত উপপ্রধানের বাবা৷ তিনটি গুলি লেগেছে তাঁর৷ গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উপপ্রধানের৷ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷

[হবু বউমার উচ্চতা ছেলের থেকে বেশি, অভিমানে আত্মঘাতী মা]

সোমবার রাতে মা, বাবা, স্ত্রী-সহ পরিবারের অন্যান্যদের নিয়ে বিয়েবাড়ি গিয়েছিলেন কেচারপুর পঞ্চায়েতের উপপ্রধান৷ অনুষ্ঠান থেকে ফিরতে দেরি হবে ছেলের, তাই স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন উপপ্রধানের বাবা৷ অভিযোগ, মাঝরাস্তায় তাঁরা বুঝতে পারেন বেশ কয়েকজন দুষ্কৃতী উপপ্রধানের সত্তরোর্ধ্ব বাবা এবং মাকে অনুসরণ করছে৷ আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ গভীর রাতে গুলির শব্দে অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা৷ বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকেই৷ ততক্ষণে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েছেন ওই বৃদ্ধ৷ এদিকে, দুষ্কৃতীরা শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে চালাতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়৷করা হয় বোমাবাজিও। এলাকাবাসীরাই রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে৷ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ তিনটি গুলি লেগেছে উপপ্রধানের বাবার৷ একটি গুলি গলার কাছে এবং দুটি গুলি হাতে লেগেছে তাঁর৷ চিকিৎসকরা জানান, এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি৷ তবে তাঁর অবস্থা স্থিতিশীল৷ ঘটনার পর থেকেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ওই বৃদ্ধকে৷

Advertisement

প্রমাণ নেই, এসআই অমিত চক্রবর্তী খুনে বেকসুর খালাস ১৯ জন অভিযুক্ত

উপপ্রধান বলেন, ‘‘রাজনৈতিক বিরোধিতা থেকে আমাকে গুলি করে খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা৷ বিজেপির চক্রান্তেই এই হামলা হয়েছে৷’’ ভুল করে দুষ্কৃতীরা তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলেই অনুমান উপপ্রধানের৷ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷ যদিও এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷ এখনও থমথমে গোটা এলাকা৷ প্রত্যক্ষদর্শী এবং উপপ্রধানের পরিজনদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement