Advertisement
Advertisement

Breaking News

Belgharia Shootout

বেলঘরিয়ায় শুটআউট, ভরদুপুরে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি

কলকাতার পর বেলঘরিয়ায় শুটআউট। ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ভরদুপুরে পরপর ৮ রাউন্ড গুলি চলে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।

Shootout at Belgharia, Accused Escapes

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:June 15, 2024 2:47 pm
  • Updated:June 15, 2024 4:05 pm  

অর্ণব দাস, বারাকপুর: কলকাতার পর বেলঘরিয়ায় শুটআউট। ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ভরদুপুরে ফিল্মি কায়দায় পরপর ৮ রাউন্ড গুলি চলে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। বরাতজোরে রক্ষা ব্যবসায়ীর। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

শনিবার দুপুর ২টো নাগাদ বেলঘরিয়া থানার অদূরে রথতলা মোড়ের কাছে গাড়ি চড়ে যাচ্ছিলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। অভিযোগ, সেই সময় বাইকে চড়ে তিন যুবক আসে। বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে পরপর আট রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী গাড়ি দাঁড় করিয়ে দেন। মুহূর্তের মধ্যে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। গাড়িটিতে একাধিক গুলির চিহ্ন পাওয়া গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘দিল্লির বাংলো ছাড়বেন না’, অধীরকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের, তবে কি রাজ্যসভার প্রার্থী?]

জানা গিয়েছে, আগরপাড়ার বাসিন্দা ওই ব্যবসায়ী। গাড়ির শোরুম রয়েছে অজয়বাবুর। ওই ব্যবসায়ীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরে তাঁর কাছ থেকে কিছু টাকা চাইছিল তোলাবাজরা। সেই টাকা দেননি তিনি। সে আক্রোশেই গুলি চলেছে বলেই দাবি ব্যবসায়ীর। ভরদুপুরে গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীরা কোন দিক থেকে আসে, কোন দিকেই বা চলে গেল, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কী কারণেই বা দুষ্কৃতীদের টার্গেটে ব্যবসায়ী, তাও তদন্ত করা হচ্ছে বলেই দাবি পুলিশের। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

[আরও পড়ুন: জমি দখলের টাকায় ৮৭ লক্ষের সোনা-গাড়ি কেনে শাহজাহান, চার্জশিটে দাবি ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement