Advertisement
Advertisement

Breaking News

Asansol Shootout

কুলটিতে শুটআউট! কাপড় শুকনো নিয়ে ঝগড়া থেকে গুলি, বরাতজোরে অক্ষত সকলে

পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোয় হাতে ধরা দেশি বন্দুক অভিযুক্ত পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ স্থানীয়দের।

Asansol Shootout: Man accused to shoot on neighbour from verbal spat at Kulti
Published by: Sucheta Sengupta
  • Posted:November 1, 2024 5:16 pm
  • Updated:November 1, 2024 6:12 pm

শেখর চন্দ্র, আসানসোল: তারে কাপড় শুকনো করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা, মারপিট গড়াল গোলাগুলিতে! আসানসোলের কুলটিতে শুক্রবার ঘটে গেল এমনই চাঞ্চল্যকর ঘটনা। তবে বরাতজোরে অক্ষত সকলে। বন্দুকের গুলি কারও গায়ে না লাগলেও লাঠালাঠিতে একজনের হাত ভেঙেছে বলে খবর। শীতলপুরের এই সংঘর্ষে খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

কুলটির শীতলপুরে ইসিএলের চার নম্বর এলাকায় রয়েছে পাশাপাশি দুটি আবাসন। একটি কালীচরণ রামের, অন্যটি সঞ্জীব শর্মার। শুক্রবার কালীচরণের পরিবার ভেজা কাপড় মেলা নিয়ে শুরু বিবাদ, হাতাহাতি, লাঠালাঠি। হাত ভেঙে যায় কালীচরণের। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ছেলে আয়ুষ রাম। এর পর পালটা চড়াও হয় সঞ্জীব ও তাঁর ছেলে পিন্টু শর্মা। অভিযোগ, পেশায় পুরোহিত সঞ্জীব। কিন্তু তিনি নিজের বাড়ি থেকে বন্দুক বের করে এনে গুলি চালান আয়ুষের উপর। দু রাউন্ড গুলি চলে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আয়ুষ বেঁচে যান। কিন্তু এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আবাসনে। অনেকে ভয়ে কান্নাকাটি শুরু করে দেন। 

Advertisement

স্থানীয়রা গোটা ঘটনাটি মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ড করে রাখেন। তাতে দেখা গিয়েছে, সাধুবাবা সঞ্জীব শর্মার হাতে ধরা একটি দেশি বন্দুক। খবর পেয়ে পুলিশ এসে অভিযোগের প্রেক্ষিতে পিতাপুত্র সঞ্জীব ও পিন্টুকে আটক করে। তবে বন্দুকটি পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। প্রতিবেশীদের দাবি, ওই বন্দুকটিকে বাড়ির সামনে পুকুরে ফেলে দিয়েছে সঞ্জীব শর্মা। তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, কীভাবে একজন পুরোহিতের কাছে আগ্নেয়াস্ত্র পৌঁছল? তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement