Advertisement
Advertisement

Breaking News

বিয়েবাড়িতে গুলি চালিয়ে উল্লাস! ভিডিও দেখলে আঁতকে উঠবেন

ঘটনাস্থল কলকাতা থেকে খুব বেশি দূরে নয়।

Shooting in Marriage party in Nimta

ফাইল ছবি

Published by: Tanumoy Ghosal
  • Posted:March 12, 2019 2:48 pm
  • Updated:March 12, 2019 3:00 pm  

রাহুল চক্রবর্তী: বিয়েবাড়িতে পেশাদার নর্তকীদের নাচ, গুলি চালিয়ে উল্লাস। হিন্দি বলয়ে নয়, ঘটনাটি ঘটেছে উত্তর শহরতলির নিমতায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনায় দু’জন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর একজন পলাতক।

[ চাহিদা বাড়ছে সেভেন এমএম-এর, ভোটের মুখে নজরে ‘মুঙ্গেরি মিস্ত্রি’]

হিন্দি বলয়ের রেওয়াজ এ রাজ্যেও! বিয়ের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গুলি চালিয়ে উল্লাস ভাড়া করে আনা নিরাপত্তারক্ষীদের। তাদের মধ্যে একজন আবার বাঙালি! রবিবার রাতে উত্তর ২৪ পরগনার নিমতায় আরবি রোডে বাড়ির পাশেই খোলা মাঠে প্যান্ডেল করে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিশ্বজিৎ দে নামে এক বাসিন্দা। তিনি পেশায় মুহুরি, ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন কাজও করেন। স্থানীয় বাসিন্দা ও আমন্ত্রিতরা জানিয়েছেন, বিয়েতে আয়োজনের কোনও খামতি ছিল না। পেশাদার নতর্কীদের আনা হয়েছিল, ছিল তিনজন সশস্ত্র নিরাপত্তারক্ষীও। রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই বিয়েবাড়িতে গুলির শব্দ শোনা যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকেই ভেবেছিলেন, এলাকায় কোনও অশান্তি ঘটেছে। তড়িঘড়ি খাওয়া-দাওয়া সেরে যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন আমন্ত্রিতরা, তখন ফের গুলি চলে। আতঙ্ক বেড়ে যায় বহুগুণ। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে।

Advertisement

উত্তর দমদম পুরসভার অন্তর্গত নিমতা। আরবি রোড ১১ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, খবর পেয়ে যখন কাউন্সিলর প্রতাপ রায় বিয়েবাড়িতে পৌঁছান, ততক্ষণে আরও এক রাউন্ড গুলি চালানো হয়ে গিয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে পুলিশে খবর দেন কাউন্সিলর। জানা যায়, বিয়েবাড়িতে যে তিনজন সশস্ত্র নিরাপত্তারক্ষীকে আনা হয়েছিল, মদ্যপ অবস্থায় গুলি চালিয়েছে তারাই। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর একজন পালিয়ে গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের একজনের নাম অর্জুন সিং আর একজনের নান্টু দে। অর্জুন ভিন রাজ্যের বাসিন্দা।

[জলে বিষ মিশিয়ে নলহাটিতে বৃদ্ধকে খুন, গ্রেপ্তার স্ত্রী ও সন্তান]

হিন্দি বলয়ের রাজ্যগুলিতে বিয়েবাড়িতে স্রেফ আনন্দ প্রকাশের জন্য গুলি চালানোর রেওয়াজ আছে। কিন্তু এ রাজ্যে এমন ঘটনা কস্মিনকালেও ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউই। হতবাক সকলেই। স্থানীয় কাউন্সিলর প্রতাপ রায় বলেন, ‘‘বিয়েবাড়িতে  গুলি চালানো হয়েছে বলে শুনিনি। এই প্রথমবার শুনলাম৷’’ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি।  

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement