Advertisement
Advertisement
খড়গপুর, গুলি

আইআইটি ক্যাম্পাসের কাছে যুবককে গুলি করে খুন, আতঙ্ক খড়গপুরে

পরিচিত কেউ খুব কাছ থেকে গুলি করেছে, অনুমান পুলিশের।

Shoot out in Kharagpur, youth murdered near IIT campus
Published by: Tanumoy Ghosal
  • Posted:May 21, 2019 6:24 pm
  • Updated:May 21, 2019 6:33 pm

অংশুপ্রতিম পাল, খড়গপুর: ভোটের ফলপ্রকাশের দু’দিন আগে গুলি চলল খড়গপুরে। ভর দুপুরে আইআইটি ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক যুবক। আতঙ্ক ছড়িয়েছে শহরের পেমবাজার এলাকায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) ওয়াই রঘুবংশী জানিয়েছেন, খুব কাছে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে পরিচিত কেউই। আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে কেন গুলি চলল? তা এখনও স্পষ্ট নয়।

[ আরও পড়ুন: ভোটগ্রহণের দু’দিন পরেও উত্তপ্ত কাঁকিনাড়া, নৈহাটি লোকালে বোমাবাজি দুষ্কৃতীদের]

মৃতের নাম সুদীপ্ত কর। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরেরই বেলদায় সাবরা এলাকায়। সুদীপ্ত পেশায় ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে খড়গপুর শহরের পেমবাজারে এলাকায় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর গলায় গুলি লেগেছিল। গুলিবিদ্ধ অবস্থায় যেখানে সুদীপ্ত পড়েছিলেন, তার ঠিক উলটো দিকেই আইআইটি ক্যাম্পাস। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। কিন্তু শেষরক্ষা হয়নি। খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান সুদীপ্ত কর।

Advertisement

সুদীপ্তর শ্বশুরবাড়ি দাঁতনে। মৃতের শ্যালক সুমন প্রধান জানিয়েছেন, গত শনিবার শ্বশুরবাড়িতে এসেছিলেন সুদীপ্ত। মঙ্গলবার সকালে খড়গপুর যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুরে খবর আসে, খড়গপুরে দুর্ঘটনায় আহত হয়েছেন সুদীপ্ত। জামাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে যখন খড়গপুরে আসেন সুদীপ্ত করের শ্বশুরবাড়ির লোকেরা, ততক্ষণে মারা গিয়েছেন তিনি। এদিকে আগামী বৃহস্পতিবার লোকসভা ভোটের ফল ঘোষণা। তার ঠিক দু’দিন আগে ভরদুপুরে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খড়গপুরে।

ছবি: সৈকত পাঁজা

[আরও পড়ুন: স্থানীয় মেঘে বৃষ্টি হলেও কমবে না তাপমাত্রা, জানাল হাওয়া অফিস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement