শংকরকুমার রায়, রায়গঞ্জ: ঠিক যেন বলিউড অ্যাকশন ছবি! ভরা রাস্তায় সার্ভিস রিভলবার ছিনিয়ে নিয়ে পুলিশকর্মীকে গুলি বিচারাধীন বন্দির। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে তুমুল শোরগোল। ওই দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ইসলামপুর মহকুমা আদালত থেকে ২ বিচারাধীন বন্দিকে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। দুই বন্দির মধ্যে একজন করণদিঘি হত্যাকাণ্ডে যুক্ত সাজ্জাদ আলম। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। প্রিজন ভ্যানে করে ওই ২ বিচারাধীন বন্দিকে নিয়ে যাচ্ছিলেন পুলিশকর্মীরা। গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার একরচালা কালীমন্দিরের কাছে বন্দিদের মধ্যে একজন শৌচকর্ম করবে বলে জানায়। প্রিজন ভ্যান থেকে নামে তারা। অভিযোগ, সেই সময় দুই বন্দি পুলিশকর্মীদের সার্ভিস রিভলবার ছিনিয়ে নেয়। পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুজনে। দুই পুলিশকর্মী রক্তাক্ত অবস্থায় পথেই লুটিয়ে পড়েন। সেই সুযোগে একটি বাইকে চড়ে চম্পট দেয় দুজনে।
এরপর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। জখম পুলিশকর্মী নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার চলছে ওই দুই পুলিশকর্মীর। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বাইকে করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুই বিচারাধীন বন্দি। সুতরাং আগে থেকে পরিকল্পনা করে যে তারা এই কাজ করেছে, তা একেবারেই স্পষ্ট। কীভাবে জেলের ভিতরে বসে এমন হাড়হিম করা কাণ্ডের পরিকল্পনা করল বন্দিরা, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই দুই বন্দির খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। তাদের গতিবিধি সম্পর্কিত তথ্যের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.