প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীর সকালে ঠাকুরনগরে চলল গুলি। স্ত্রীকে স্টেশনে ছেড়ে ফেরার পথে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের বড়া এলাকায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে। কী কারণে গুলি? নেপথ্যে রাজনীতি নাকি অন্য কিছু? উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম আশুতোষ বিশ্বাস। বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত তিনি। রবিবার সকালে স্ত্রীকে ছাড়তে ঠাকুরনগর স্টেশনে গিয়েছিলেন আশুতোষ। ট্রেনে তুলে দিয়ে ফেরার পথে বিপত্তি। আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী। লুটিয়ে পড়েন রাস্তায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রেফার করা হয় বারাসতে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে।
এদিকে খবর পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তপন বালা নামে এক যুবককে। কিন্তু কেন এই গুলি? রাজনৈতিক শত্রুতার জেরেই গুলিবিদ্ধ বিজেপি কর্মী? নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রামনবমীর দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.