ছবি: প্রতীকী
শংকর কুমার রায়, রায়গঞ্জ: ফের রায়গঞ্জে শুটআউট। এবার গুলিবিদ্ধ এক ওষুধ ব্যবসায়ী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের নাগরাব্রিজ সংলগ্ন শীতগ্রাম এলাকায়। বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা বছর ৪২-এর সুশান্ত সরকার। হেমতাবাদে ওষুধের দোকান রয়েছে তাঁর। এলাকার বিভিন্ন ছোট ছোট দোকানগুলিতে ওষুধ সাপ্লাই করতেন তিনি। জানা গিয়েছে, বুধবার সেই ওষুধের টাকা তুলতে করণদিঘি গিয়েছিলেন সুশান্ত। রাতে বিভিন্ন দোকান থেকে টাকা নিয়ে ফিরছিলেন। সঙ্গে ছিল ৫ লক্ষ ৮০ হাজার টাকা। সূত্রের খবর, সেই সময় নাগরাব্রিজ পার করে শীতগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবেশ করতেই কয়েকজন যুবক তাঁর পথ আটকানোর চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরেই বাইকের গতি বাড়িয়ে এলাকা ছাড়ার চেষ্টা করে সুশান্ত। সেই সময় দুষ্কৃতীরাও তাঁর পিছু নেয়। অভিযোগ, তখনই সুশান্তকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটি পড়ে ওই ব্যবসায়ী। স্থানীয়দের নজরে পড়তে তাঁরাই তাঁকে উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুলি বের করা সম্ভব না হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ব্যবসায়ী।
জানা গিয়েছে, ব্যবসায়ীর সঙ্গে থাকা ৫ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এপ্রসঙ্গে রায়গঞ্জের পুলিশ সুপার জানান, “একটা গুলির ঘটনা ঘটেছে। এক ব্যবসায়ী গুরুতর জখম। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।” তবে প্রাথমিকভাবে পুলিশেত তরফে মনে করা হচ্ছে লুঠের উদ্দেশ্যেই ব্যবসায়ীকে গুলি করে অভিযুক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.