Advertisement
Advertisement

Breaking News

শুটআউট

খড়গপুরে শুটআউট, অপহরণে বাধা পেয়ে প্রমোটারকে লক্ষ্য করে গুলি দু্ষ্কৃতীদের

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Shoot out at Midnapore's kharagpur, Police started investigation
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 8, 2020 11:45 am
  • Updated:February 8, 2020 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল খড়গপুরে। বাড়ি থেকে এক প্রমোটারকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা পেয়েই গুলি চালায় তারা। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ।

পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত। জানা গিয়েছে, শুক্রবার রাতে কয়েকজন যুবক বাইক নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, ঘর থেকে বের হতেই অভিযুক্তরা জোর করে ওই ব্যক্তিতে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনও ক্রমে তাঁর হাত থেকে পালিয়ে ঘরে ঢুকে যান ওই প্রোমোটার। সেই সময়ই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর পেট ঘেঁষে বেরিয়ে যায় গুলি। ইতিমধ্যেই খড়গপুর লোকাল থানায় অভিযোগ করেছেন ওই প্রমোটার। শুরু হয়েছে তদন্ত। কিন্তু কী কারণে অপহরণের ছক? ব্যবসায়ীক শত্রুতা নাকি অন্য কিছু, তা নিয়ে ধন্দে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: জামাইবাবুর হাত ধরে উধাও কিশোরী! দেড় মাস পর উদ্ধার দেহ]

প্রসঙ্গত, এই ঘটনার কয়েক ঘণ্টা আগেও গুলি চলে খড়গপুরে। টাকা নিয়ে খড়গপুর থেকে মেদিনীপুর যাওয়ার পথে দুই ব্যাক্তির উপর চড়াও হয় দু্ষ্কৃতীরা। ছিনতাইয়ের উদ্দেশ্যে বন্দুকের বাট দিয়ে তাঁদের আঘাত করা হয়। গুলিও চালায় অভিযুক্তরা। ইতিমধ্যেই এই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু খড়গপুরে বুকে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’বার গুলি চালানোর ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।

[আরও পড়ুন: মার্কিন শিল্পীর তুলিতে সেজে উঠছে শবর গ্রাম, দেওয়াল-দালানে ত্রিমাত্রিক ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement