Advertisement
Advertisement

Breaking News

Malda

মালদহে শুটআউট! শৌচকর্ম করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক

তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Shoot Out at Malda, one youth injured | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 27, 2023 11:56 am
  • Updated:December 27, 2023 11:58 am  

বাবুল হক, মালদহ: ফের রাজ্যে শুটআউট। বাড়ির পাশে গুলিবিদ্ধ যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Malda) কালিয়াচকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম জাবেদ শেখ। তাঁর বয়স ২৭ বছর। পেশায় ফেরিওয়ালা জাবেদ। কর্মসূত্রে থাকেন বিহারে। বাড়িতে রয়েছে স্ত্রী ও তিন সন্তান। মাস খানেক আগে মালদহের কালিয়াচকের শাহবাজপুরের বাড়িতে এসেছেন জাবেদ। অন্যান্যদিনের মতো মঙ্গলবার রাতে বাড়ির পাশে ভুট্টার খেতে শৌচকর্ম করতে গিয়েছিলেন তিনি। সেই সময় ভুট্টার খেতে কে বা কারা গল্প করছিল।

Advertisement

[আরও  পড়ুন: ডিসেম্বর শেষে উধাও শীত, নতুন বছরে ফিরবে ঠান্ডা? জানাল হাওয়া অফিস]

অভিযোগ, জাবেদ তাদের দেখে চিৎকার করতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় যুবকেরা। গুলি লাগে যুবকের কোমরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। তড়িঘড়ি গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই যুবক। এদিকে ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

[আরও  পড়ুন: ‘চৈতন্যদেবের সফল উত্তরাধিকারী মমতা’, ব্রাত্য বসুর দাবিতে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement