ছবি: প্রতীকী
বাবুল হক, মালদহ: ভরসন্ধেয় মালদহে শুটআউট। গুলিবিদ্ধ এক জমি ব্যবসায়ী। তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজে (Malda Medical College) চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম নেপাল চৌধুরী। মালদহের (Malda) ইংরেজবাজার থানা এলাকার শোভানগরের বাসিন্দা তিনি। রবিবার সন্ধেয় উল্কা কালী মন্দিরের সামনে বসেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী নেপালকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর পিঠে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শব্দ পেয়ে লোক জড়ো হওয়ার আগেই এলাকা ছাড়ে অভিযুক্তরা। এরপর গুলিবিদ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা এর নেপথ্যে তা জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, তিনদিন আগেই জেল হেফাজত থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন নেপালবাবু। তারপরই এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জেরেই হামলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.