Advertisement
Advertisement

এবার জগদ্দলে শুটআউট, বাইকে করে এসে ৯ রাউন্ড গুলি দুষ্কৃতীদের, হাসপাতালে মৃত্যু তৃণমূল কর্মীর

গুলিবিদ্ধ যুবক অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী বলেই খবর।

Shoot Out at Jagaddal, one TMC leader injured | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 21, 2023 6:28 pm
  • Updated:November 21, 2023 8:11 pm  

অর্ণব দাস, বারাকপুর: ফের জগদ্দলে শুটআউট। এবার সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Sighn) ভাইপোর ছায়াসঙ্গী তথা এক তৃণমূল কর্মীকে লক্ষ্য চলল ৯ রাউন্ড গুলি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার জগদ্দলে।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম ভিকি যাদব। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়ার বাসিন্দা তিনি। সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি। শোনা যাচ্ছে, অর্জুন সিংয়ের ভাইপোর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ভিকি। মঙ্গলবার বিকেলে বাড়ির কাছেই ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা ভিকিকে লক্ষ্য করে এলোপাথাড়ি ৯ রাউন্ড গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন যুবক।

Advertisement

[আরও পড়ুন: পড়ুয়া নাকি অন্য কেউ? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তরুণীর দেহ উদ্ধারে চাঞ্চল্য]

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা জড়ো হয়ে যান মুহূর্তেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ভিকিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জগদ্দল।

 

[আরও পড়ুন: বোনের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় নাবালককে খুন! কালনা হত্যাকাণ্ডে প্রকাশ্যে নয়া তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement