Advertisement
Advertisement

Breaking News

Bhatpara

রং খেলাকে কেন্দ্র করে অশান্তি! ভরসন্ধ্যায় পরপর তিন রাউন্ড গুলি চলল অর্জুনের গড় ভাটপাড়ায়

এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

Shoot out at Bhatpara, investigation underway

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 26, 2024 8:50 pm
  • Updated:March 26, 2024 8:53 pm  

অর্ণব দাস, বারাকপুর: ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই! ভোটের (Lok Sabha Elections 2024) মুখে রং খেলাকে কেন্দ্র করে ভরসন্ধ্যায় গুলি চলল অর্জুন সিংয়ের গড়ে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে স্থানীয়রা। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

সোমবার ছিল দোল। মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মেতেছেন রঙের উৎসবে। একইভাবে এদিন ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায় দুই গোষ্ঠী যুবকরা রং খেলছিলেন। আচমকা তাঁদের মধ্যে বচসা বেঁধে যায়। মুহূর্তে তা বিরাট আকার নেয়। কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, সেই সময়ই পরপর রাউন্ড গুলি চলে অর্জুন সিংয়ের গড় হিসেবে পরিচিত ভাটপাড়ায়। গুলি চালিয়েই অভিযুক্তরা পালায়। তবে ফেলে যায় বাইকটি। এদিকে ভরসন্ধ্যায় পরপর গুলির শব্দে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: বরানগরে সজল, ভগবানগোলায় ভাস্কর, রাজ্যে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির]

খবর পেয়েই ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। বাইকটিকে বাজেয়াপ্ত করে তাঁরা। এদিকে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিন ভাটপাড়া থানা ও বারাকপুর পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা করেন। ঘটনার পর কয়েকঘণ্টা পেরলেও থমথমে এলাকা। প্রসঙ্গত, ভোট এলেই কার্যত গুলি, বোমা, বারুদের স্তূপে পরিণত হয় ভাটপাড়া। নিত্য অশান্তির খবর প্রকাশ্যে আসে। পুলিশ বরাবর এলাকার উপর নজরদারি চালালেও বারবার অশান্ত হয় ওই এলাকা। লোকসভা ভোটের মুখে এবার সামান্য রং খেলাকে কেন্দ্র করেও গুলি চলল ভাটপাড়ায়। একের পর এক এহেন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।

[আরও পড়ুন: ভোট ‘সন্ত্রাসে’ মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে রাজভবনে শুভেন্দু, কী বললেন রাজ্যপাল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement