Advertisement
Advertisement
Shiva

অণ্ডালে শিব-পার্বতীর অবাক জলপান! বজবজে দুধ খাচ্ছেন নন্দী, মন্দিরে ভক্তদের ভিড়

ভিডিওটির সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন' ডিজিটাল।

Shiva idols reportedly having milk offered by devotees | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 9, 2023 9:03 pm
  • Updated:July 9, 2023 10:18 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অবাক জলপান! পাথরের শিবমূর্তির সামনে জলে ভরা চামচ ধরলে নিমেষে শেষ হচ্ছে জল। আর সেই ‘ঐশ্বরিক’ ঘটনার সাক্ষী থাকতে কাতারে কাতারে মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। খাস এ রাজ্যেই ঘটেছে এমন সাড়া ফেলে দেওয়া ঘটনা।

অণ্ডালের মধুসূদনপুর কোলিয়ারি এলাকার দীর্ঘদিনের শিবমন্দির এটি। যে কোনও পার্বনেই পুজো দিতে এই মন্দিরে ছুটে আসেন ভক্তরা। কিন্তু এদিন যা ঘটেছে, তা আগে কখনও ঘটেনি তাঁদের চোখের সামনে। নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না স্থানীয়রা। মন্দিরে পাথরের শিবমূর্তির সামনে জলে ভরা চামচ ধরতেই শেষ জল। শুধু শিবমূর্তিই নয়, পার্বতী এবং নন্দীও জল পান করছেন। যা দেখে চোখ কপালে উঠেছে এলাকার বাসিন্দাদের। খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই পড়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: নাগরিকদের তথ্য ফাঁসের নেপথ্যে ওয়েবসাইটের দুর্বলতা, দাবি বাংলাদেশের ২ মন্ত্রীর]

স্থানীয় সূত্রে খবর, রবিবার বেলা বারোটা নাগাদ এক মহিলা মন্দিরে আসেন পুজো দিতে। চামচে করে শিবের মূর্তির সামনে জল পান করাতে গিয়ে তিনি দেখেন নিমেষে সেই জল উধাও! সঙ্গে সঙ্গে এলাকার বাকিদের সে খবর দেন তিনি। আর তারপরই এনিয়ে শুধু হয়ে যায় চর্চা। মন্দিরে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। অনেকেই শিবমূর্তির ‘অবাক জলপান’ প্রত্যক্ষ করেন। আশ্চর্য ঘটনার পর মন্দিরের শুরু হয়ে যায় বিশেষ পুজোও। সকলেই মনে করছেন ঘটিতে জল এনে শিবকে পান করালে মনস্কামনা পূর্ণ হবে। যদিও বিষয়টির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’।

এদিকে একই ছবি দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের চিত্রিগঞ্জেও। সেখানকার একটি শিবমন্দিরে নন্দীমূর্তিতে রবিবার দুধ খাওয়ানোর জন্য প্রচুর ভিড় জমে যায়। ‘নন্দীমূর্তি দুধ খাচ্ছে’- এই খবর এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। সকলেই দুধ খাওয়া দেখা ও মূর্তিকে দুধ খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন। একসময় ঠেলাঠেলিও শুরু হয়ে যায়। খবর পেয়ে রাতে পুলিশ ওই মন্দিরে পৌঁছে হই-হট্টগোল থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[আরও পড়ুন: গ্রহ-নক্ষত্রের প্রভাব শরীরের উপর কীভাবে পড়ছে? জানালেন বিশিষ্ট জ্যোতিষী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement