ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রতিদিন একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি দেওয়ার পাশাপাশি চলছে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট ভাগাভাগির চেষ্টাও! সম্প্রতি এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও পীরজাদা আব্বাস সিদ্দিকির বৈঠকের পর রাজ্যের মুসলিম ভোট ভাগাভাগি হতে পারে বলে চিন্তায় পড়েছেন অনেক তৃণমূল নেতা। এবার জানা গেল ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিব সেনা। আর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে আসবেন স্বয়ং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই খবর পাওয়ার পরেই রাজ্যের বিজেপি নেতাদের হার্টবিট বাড়ার সম্ভাবনা রয়েছে বলে কটাক্ষ করছে বিরোধীরা।
শিব সেনা সূত্রে খবর, সম্প্রতি দলের শীর্ষ নেতারা ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, দমদম, ব্যারাকপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ১০০টি আসনে শিব সেনার প্রার্থী দেওয়া হবে। এর জন্য আগামী ২৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে এসে এখানকার নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক ও সাংসদ অনিল দেশাইয়ের। ওই বৈঠকে বিধানসভা নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ারও কথা।
২০১৯ সালে মহারাষ্ট্রে জোট ভাঙার পর থেকেই শিব সেনা ও বিজেপির মধ্যে পুরনো বন্ধুত্ব পুরোপুরি ভেঙে গিয়েছে। বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে যেভাবে বিবাদ হয় তা দেখে মাঝে মাঝে লজ্জা পায় দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও! পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের জমি দখলের অভিযোগ, সব ক্ষেত্রেই বিজেপির সমালোচনায় মুখর হতে দেখা গিয়েছে শিব সেনাকে। একসময়ের ঘনিষ্ঠতা আজ বদলে গিয়েছে তিক্ততায়। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট ব্যাংকে শিব সেনার ভাগ বসানোর চেষ্টাকেও বিজেপি খুব একটা ভালভাবে মেনে নিতে পারছে না বলেই সূত্রের খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.