Advertisement
Advertisement
Shila Chatterjee

ঝালদা কংগ্রেসেরই! হাই কোর্টের নির্দেশে পুরপ্রধান পদে শপথ শিলা চট্টোপাধ্যায়ের

সত্যের জয় হল, বলছে কংগ্রেস।

Shila Chatterjee sworn in as new chairman of Jhalda municipality | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 17, 2023 5:46 pm
  • Updated:January 17, 2023 5:46 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: প্রায় তিনমাসের আইনি কচকচানি শেষ। হাই কোর্টের নির্দেশ মেনে পুরুলিয়ার প্রান্তিক পুরসভা ঝালদার পুরপ্রধানের কুরসিতে বসলেন সেই শিলা চট্টোপাধ্যায়। এই প্রথম কোনও মহিলা  ঝালদা পুরসভায় পুরপ্রধান নির্বাচিত হলেন। সোমবার আদালতের নির্দেশ মেনে কংগ্রেসের (Congress) ৬ এবং নির্দলের এক কাউন্সিলর-সহ ৭টি ভোটে তিনি পুরপ্রধান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ব্যালট নিয়ে জটিলতায় পুরুলিয়া (Purulia) জেলা প্রশাসনের তরফে নতুন পুরপ্রধানকে দায়িত্বভার দেওয়া নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Shila Chatterjee sworn in as new chairman of Jhalda municipality

Advertisement

পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়ার সব রিপোর্ট হাই কোর্টে জমা পড়তেই বিচারপতি অমৃতা সিনহা মঙ্গলবার নির্দেশ দেন, পুরপ্রধান হিসাবে শিলা চট্টোপাধ্যায়কে (Shila Chatterjee) শপথবাক্য পাঠ করাতে হবে। যদিও রাজ্য সরকারের তরফে এই নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়। কিন্তু বিচারপতি তা নাকচ করে খানিকটা বিরক্ত হয়েই জানান, গণতান্ত্রিকভাবে পুরপ্রধান নির্বাচিত হওয়ার পরও শপথবাক্য পাঠ করানো হবে না কেন! তিনি বিকেল চারটের মধ্যে নতুন পুরপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, আইনি মারপ্যাঁচে এতদিন এই পুরসভার দায়িত্বে ছিলেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা। 

[আরও পড়ুন: হাই কোর্ট চত্বরে মিটিং-মিছিল-বিক্ষোভ সব বন্ধ! এজলাস বয়কট মামলায় কড়া ৩ বিচারপতির বেঞ্চ]

এদিন নতুন পুরপ্রধান শিলাকে শপথবাক্য পাঠ করান ঝালদার (Jhalda) মহকুমাশাসক ঋতম ঝাঁ। তিনি বলেন,”হাই কোর্টের নির্দেশ মেনে নতুন পুরপ্রধানকে শপথবাক্য পাঠ করানো হয়েছে।” এদিন ঝালদা পুরভবনে শপথবাক্য পাঠ করানোর সময় কংগ্রেস, নেতাকর্মী এবং সমর্থকরা ভিড় জমান। শিলা পুরপ্রধানের কুরসিতে বসতেই ঝালদা পুরশহরের কংগ্রেসে সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এদিনও নিহত কাউন্সিলর তপন কান্দুর ছবি নিয়ে মিছিল হয়। তাতে তপন কান্দুর স্ত্রী তথা কাউন্সিলর পূর্ণিমা কান্দুও ছিলেন। পুরসভার নতুন চেয়ারম্যান শিলা চট্টোপাধ্যায় বলেন, ‘মানুষের সমস্যাই আমার কাজের অগ্রাধিকার হবে।’ জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো (Nepal Mahato) বলেন, ‘সত্যকে আড়াল করা যায় না। সত্য একদিন প্রকাশ্যে আসবেই। ঝালদার ক্ষেত্রেও তাই হল, এটা মানুষের জয়।’ পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি, তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৌমেন বেলথড়িয়া বলেন, ‘শুনেছি হাই কোর্টের নির্দেশে নতুন পুরপ্রধান দায়িত্ব নিয়েছেন।’

[আরও পড়ুন: বিচারব্যবস্থার সম্পূর্ণ স্বাধীনতা চাই, কলেজিয়াম বিতর্কে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর]

গত ১৩ অক্টোবর ঝালদার তৃণমূল পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন সেসময় কংগ্রেসের পাঁচ ও নির্দলের দুই কাউন্সিলর। ভোটাভুটিতে তিনি অপসারিত হন। তারপর থেকে এই পুরসভার ক্ষমতা কে পাবে, তা নিয়ে আইনি টানাপোড়েন গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement