সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: শিক্ষাক্ষেত্রে দুর্গাপুরের (Durgapur) মুকুটে ফের জুড়ল পালক। দুর্গাপুরের বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন মনোনীত হলেন রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মানের জন্য। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনুকুমার ঘোষও মনোনীত হয়েছেন এই পুরস্কারের জন্য।
১৯৮৮ সালে অন্ডাল ভিলেজ স্কুলে-সহ শিক্ষক হিসাবে যোগ দেন বর্ধমানের খানো গ্রামের বাসিন্দা কাজী নিজামুদ্দিন। ইংরেজির শিক্ষক হিসাবে ওই স্কুলে ১৮ বছর কাজ করার পর ২০০২ সালে প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন দুর্গাপুরের বিজড়া হাই স্কুলে। পিছিয়ে পড়া এলাকা বিজাড়ার এই স্কুলই তাঁর শিক্ষক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সমাজের সর্বস্তরের শিক্ষার প্রসারের লক্ষ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষাদানে উদ্যোগী হন তিনি। ২০১৭ সালে বিজড়া হাই স্কুল নির্মল বিদ্যালয়ের সম্মান পায়। ২০১৯ সালে পায় শিশুমিত্র পুরষ্কার।
শিক্ষারত্নের জন্যে মনোনীত হয়ে কাজী নিজামুদ্দিন জানান, “রাজ্য সরকারকে ধন্যবাদ। তবে আত্মতুষ্টির
কোনও জায়গা নেই। সমাজের প্রতিটি স্তরকে অশিক্ষার অন্ধকার থেকে দূরে সরাতে হবে।” জানা গিয়েছে, বর্তমানে কাজী নজরুল ইসলামের জীবনীর উপর গবেষণামূলক বই লিখছেন কাজী নিজামুদ্দিন।
ছবি: উদয়ন গুহরায়
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.