Advertisement
Advertisement

Breaking News

Sheikh Shahjahan

ইডি শুনেই ফোন কাটেন শাহজাহান, তার পরই কি হামলার নির্দেশ?

সন্দেশখালি কাণ্ডে প্রকাশ্যে ফের বিস্ফোরক তথ্য।

Sheikh Shahjahan was in his home during ED raid । Sangbad Pratidin

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান

Published by: Sayani Sen
  • Posted:January 11, 2024 2:22 pm
  • Updated:January 11, 2024 3:34 pm  

অর্ণব আইচ: সন্দেশখালি কাণ্ডে প্রকাশ্যে ফের বিস্ফোরক তথ্য। জেলা পুলিশ সুপার এবং থানায় পাঠানো চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার দিন ফোন করা হয় শেখ শাহজাহানকে। তৃণমূল নেতার একটি মোবাইল নম্বর ব্যস্ত ছিল। আরেকটিতে ফোন ধরেন। ইডি শুনেই কেটে দেন। আর তার পরই শাহজাহানের বাড়ির অদূরেই হামলার মুখে ইডি আধিকারিকরা। প্রশ্ন উঠছে, তবে কি ফোন কেটেই হামলার নির্দেশ দেন তৃণমূল নেতা? সেই তথ্যের খোঁজে কেন্দ্রীয় এজেন্সি।

গত ৫ জানুয়ারি সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সেই সময় বাড়িতেই ছিলেন শাহজাহান। তাঁর দুটি নম্বরে ফোন করেন তদন্তকারীরা। একটি ব্যস্ত ছিল। অন্য নম্বরে আসা ফোন ধরেন শাহজাহান। ইডির তরফে তল্লাশির কথা বলা হয়। একথা শোনার পরমুহূর্তেই ফোন কেটে দেন তৃণমূল নেতা। তার পরই মারধর করা হয় ইডি আধিকারিকদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাড়িতে বসেই ইডি আধিকারিকদের উপর হামলায় ইন্ধন জুগিয়েছিলেন তৃণমূল নেতা।

Advertisement

[আরও পড়ুন: ‘ইডির বিরুদ্ধে এখনই পুলিশি পদক্ষেপ নয়’, সন্দেশখালি কাণ্ডে নির্দেশ হাই কোর্টের]

এদিকে, এই ঘটনার পর থেকেই ‘ফেরার’ তৃণমূল নেতা। খাঁ খাঁ করছে ‘সাম্রাজ্য’। সপ্তাহখানেক কেটে গেলেও পুলিশ তাঁর খোঁজ পায়নি। কোথায় রয়েছেন শাহজাহান, তা নিয়ে চলছে শাসক-বিরোধী জোর তরজা। বিজেপির দাবি, পুলিশের যোগসাজশেই গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা। রাজভবনের বিবৃতিতেও পুলিশ এবং নেতাদের ইন্ধনের কথা উল্লেখ করা হয়। যদিও সে দাবি মানতে নারাজ ঘাসফুল শিবির। পরিবর্তে আক্রান্ত ইডির বিরুদ্ধে উঠছে পালটা নানা অভিযোগ।

[আরও পড়ুন: নিজের মোটা আয় তবু আড়াই লক্ষ খোরপোষ দাবি! প্রকাশ্যে সন্তান হত্যায় অভিযুক্ত সূচনার কীর্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement