সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশ দিন ধরে খোঁজ নেই শেখ শাহজাহানের। খাঁ খাঁ করছে সাম্রাজ্য। তৃণমূল নেতার খোঁজ পাচ্ছেন না কেউ। অথচ সোশাল মিডিয়ায় সমান ‘অ্যাকটিভ’ সন্দেশখালির বেতাজ বাদশা। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন তিনি। ফেরার তৃণমূল নেতা কোথায়, তা নিয়ে এখনও জারি জোর ধোঁয়াশা।
অন্তরালে থেকে শেখ শাহজাহান ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। শুধু তাই নয় ফেসবুকের প্রোফাইল পিকচারও বদল করা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি সচল রাখার জন্য ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তাঁর অনুগামীরা চালিয়ে যাচ্ছেন? না অন্য কেউ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন?
সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায় তা নিয়ে সরগরম বঙ্গের রাজনীতি। সন্দেশখালি কাণ্ডের পর তৃণমূল নেতাকে কেন এখনও গ্রেপ্তার করতে পারল না পুলিশ, সরব বিজেপি। শুভেন্দু অধিকারী শুক্রবার বসিরহাটের হাসনাবাদ ব্লকে মিছিল করেন। বলেন, “শাহজাহান গর্তে ঢুকে আছেন।” শাহজাহান অন্তর্ধান রহস্য নিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির দাবি খারিজ করে বিরোধী দলনেতার খোঁচা, “ওসব ফালতু কথা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.