Advertisement
Advertisement
শান্তনু

দাবি মেনে বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, উৎসবের মেজাজ ঠাকুরবাড়ির একাংশে

মতুয়া ভোটব্যাংকে ভাগ বসাতে চাল গেরুয়া শিবিরের!

Shantanu Thakur will contest from Bongaon as BJP candidate
Published by: Sucheta Sengupta
  • Posted:March 27, 2019 8:58 am
  • Updated:March 27, 2019 5:53 pm

নিজস্ব সংবাদদাতা,বনগাঁ: রাজ্যের অধিকাংশ কেন্দ্রে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মনোনীত প্রার্থী নিয়ে স্থানীয় নেতা,কর্মীদের অসন্তোষ পুরোপুরি প্রশমিত হয়নি৷ এই পরিস্থিতিতে দ্বিতীয় তালিকা প্রকাশে বেশ সাবধানী হয়েছেন দিল্লি নেতারা৷ মঙ্গলবার বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশিত হয়ে স্থানীয় নেতৃত্বের কথায় গুরুত্ব দিয়ে৷ আর সেই কারণেই বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ঠাকুরবাড়ির বহু আলোচিত সদস্য, সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরকে৷

                                          [ আরও পড়ুন : ভোট প্রচারে বেরিয়ে ভিক্ষুকদের দ্বারস্থ বালুরঘাটের বিজেপি প্রার্থী]

মঙ্গলবার সন্ধেবেলা দ্বিতীয় দফার প্রার্থীতালিকায় শান্তনু ঠাকুরের নাম প্রকাশিত হতেই মেতে ওঠেন মতুয়া সম্প্রদায়ের একাংশ৷ বনগাঁর ঠাকুরবাড়ির একদিকে একেবারে  উৎসবের পরিবেশ৷ দলে দলে মতুয়া ভক্তরা সেখানে পৌঁছে শান্তনু ঠাকুরকে আশীর্বাদ করছেন, অভিনন্দন জানাচ্ছেন,  মিষ্টি মুখ করাচ্ছেন৷ বুধবার সকাল থেকেও একই আমেজ ঠাকুরবাড়িতে৷ ভক্তরা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন৷ ভিড় জমছে ঠাকুরবাড়ির দালানে৷ নিজেদের দাবি পূরণ হওয়ায় এভাবেই আনন্দে মাতলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন৷ আর প্রার্থী নিজে জানাচ্ছেন, ভোটে জিতে উদ্বাস্তু সমস্যা সমাধানই হবে তাঁর মূল কাজ৷ রাজ্যের উন্নয়ন নিয়ে তাঁর সমালোচনা, ‘কাজ অনেক বাকি৷ মানুষের চাহিদা পূরণ হয়নি৷ সেই অসম্পূর্ণ কাজ শেষ করার দিকে মন দেব৷’

Advertisement

shantanu-thakur2

মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা প্রমথরঞ্জন ঠাকুরের ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণের কনিষ্ঠ পুত্র শান্তনু৷ ইংরাজিতে স্নাতক হওয়ার পর অস্ট্রেলিয়ায় গিয়ে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে অ্যাডভান্স ডিপ্লোমা করেন৷ এমনিতে তিনি শান্ত স্বভাবের। মহাসংঘের সদ্যপ্রয়াত প্রধান উপদেষ্টা বীণাপানি দেবীর আশীর্বাদ এবং মহাসংঘের সব সদস্যের ইচ্ছায় বছর দুই আগে শান্তনু মতুয়া মহাসংঘের  সংঘাধিপতি হন। রাজনীতির লড়াইয়ে এই প্রথম৷ গত লোকসভা উপনির্বাচনে ঠাকুরবাড়ির বড় বউ তথা প্রাক্তন সাংসদ প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতাবালার কাছে দু’লক্ষেরও বেশি ভোটে  পরাজিত হয়েছিলেন শান্তনুর দাদা সুব্রত ঠাকুর৷ তারপর তিনি বিদেশে চলে যান৷ ঠাকুরবাড়ি অনেক দায়িত্ব পড়ে শান্তনুর উপর৷ সেইসঙ্গে মতুয়াদের নিয়ে রাজনীতির চোরাস্রোতের মধ্যেও ঘটনাচক্রে ঢুকে পড়েন তিনি৷ সেই থেকে মতুয়াদের একাংশের অত্যন্ত পছন্দের ব্যক্তি শান্তনু৷ তাঁরাই বারবার শান্তনু ঠাকুরকে বিজেপি প্রার্থী করার দাবি তুলতে থাকেন৷ ঠাকুরবাড়ির ছোট ছেলে প্রাথমিকভাবে ভোটে লড়তে আপত্তি জানালেও, পরে বলেন, ‘ভক্তরা যা চাইবেন, তাই হবে৷’

                                    [ আরও পড়ুন :  ফের প্রধানমন্ত্রী হোন মোদি, মনস্কামনা পূরণের জন্য অন্নত্যাগ পুরোহিতের]

মতুয়া ভোটব্যাংকের কথা মাথায় রেখে সম্প্রদায়ের একাংশের দাবি মেনেই বিজেপি শীর্ষ নেতৃত্ব বনগাঁ কেন্দ্রে শান্তনু ঠাকুরের নামে সিলমোহর দিয়েছে৷ এদিক, তৃণমূলের প্রার্থী ঠাকুবাড়ির বউমা মমতাবালা ঠাকুর৷ ফলে পরিবারের মধ্যে ফের রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে বনগাঁ৷ মঙ্গলবার প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের নাম ঘোষণার পর তাঁর প্রতিপক্ষ তথা জেঠিমা মমতাবালার প্রতিক্রিয়া, ‘জানতাম, শান্তনু প্রার্থী হবে৷ ও ভীষণ লোভী৷ শান্তনু এতদিন  মতুয়া ভক্তদের মিথ্যা কথা বলেছেন, তাই ভক্তরা আগামী দিনে তাঁকে জবাব  দেবেন৷ কোনও মতুয়া ভক্ত তাঁর সঙ্গে থাকবেন না।’ আর তৃণমূল প্রার্থীর এই সমালোচনার জবাবে শান্তনুর আত্মবিশ্বাসী বক্তব্য, ‘ওরা জানে, আমি ভোটে দাঁড়ালে তৃণমূল প্রার্থীর মান অনেক নিচে নেমে যায়৷ তাই ওরা ইচ্ছা করেই বিক্ষোভ করছে৷’ আনুষ্ঠানিকভাবে ভোটপ্রচার শুরু করবেন ঠাকুরবাড়ির আরাধ্যা দেবতাকে পুজো দিয়ে, তাঁর আশীর্বাদ নিয়ে৷

shantanu-thakur3 

একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠাকুরবাড়ির সুসম্পর্ক, বনগাঁর সামগ্রিক উন্নয়নে সরকারের কাজ আর অন্যদিকে মতুয়াদের নাগরিকত্ব ঘিরে বিজেপির কৌশলী প্রতিশ্রুতি – এই দুটি ইস্যুকে সামনে রেখেই বনগাঁ কেন্দ্রের লড়াই হবে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের৷ আর এই লড়াই ঘিরে দ্বিধাবিভক্ত মতুয়া সম্প্রদায়ও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement