Advertisement
Advertisement

Breaking News

Shahjahan Sheikh

ইডির উপর ‘হামলা’, জামিনের আবেদন শেখ শাহজাহানের

গত ৫ জানুয়ারি, শাহজাহানের নির্দেশে ইডির উপর হামলা চালায় তাঁর অনুগামীরা।

Shahjahan Sheikh seeks bail in ED attack case
Published by: Sayani Sen
  • Posted:June 3, 2024 2:09 pm
  • Updated:June 3, 2024 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিনের আবেদন শেখ শাহজাহানের। সোমবার বসিরহাট জেলা আদালতে জামিনের আবেদন জানান তিনি। ইডির উপর হামলার ঘটনায় জামিনের আবেদন জানালেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র আইনজীবী। এর আগে কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন জানান শাহজাহান। 

গত ৫ জানুয়ারি, শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, শাহজাহানের দুটি নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওই নম্বর দুটি দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল। পরে একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান। ইডির কথা শুনে ফোন কেটে দেন। মুহূর্তের মধ্যেই কমপক্ষে ২-৩ হাজার লোক জড়ো হয়ে যান। আধিকারিকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। শুধু তাই নয়, ইডির গাড়িও ভাঙচুর করা হয়। তার পর থেকেই সাম্রাজ্য ছাড়া হয়ে যান শাহজাহান। তাঁর বিরুদ্ধে জমি, ভেড়ি দখলের অভিযোগ ওঠে। নারী নির্যাতনের অভিযোগও উঠেছিল। মহিলারা পথে নেমে শাহজাহানের বিরুদ্ধে সরব হন। বারবার তেতে ওঠে সন্দেশখালি। ৫৫ দিন পর ফেব্রুয়ারির শেষে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে।

Advertisement

[আরও পড়ুন: খুনের পর কোথায় ফেলা হল বাংলাদেশের সাংসদের মাথা? হাজার তল্লাশিতেও ধন্ধে CID]

সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানেই রয়েছে একাধিক বিস্ফোরক তথ্য। সেই চার্জশিটেই ইডি উল্লেখ করেছে, কয়লা পাচার কাণ্ডেও যোগ ছিল সন্দেশখালির শাহজাহানের। ইডি সূত্রে খবর, কয়লা কারবারে শাহজাহানের যোগের প্রমাণ মিলেছে। বেআইনিভাবে নাকি টাকা তুলতেন সন্দেশখালির ত্রাস। চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও জানানো হয়েছে, জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন সন্দেশখালির ‘বাঘ’শাহজাহান। গোটাটাই দুর্নীতির টাকা বলে ইডির দাবি। জানা গিয়েছে, ১৮০ বিঘা মতো জমি রয়েছে, যা পুরোটাই দখল করা শাহজাহানের। সিবিআই সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারও করেছিল। অস্ত্রেরও উল্লেখ আছে চার্জশিটে। এই প্রেক্ষাপটে ভোটের ফলপ্রকাশের ঠিক আগের দিনই বসিরহাট আদালতে জামিনের আবেদন করলেন শাহজাহান।

[আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় ইতি? হার্দিক ফর্মে ফিরতেই নাতাশার ইনস্টায় ফিরল যুগলের ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement