সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম দফায় অর্থাৎ গত ১ জুন ছিল বসিরহাটে ভোটাভুটি। তার আগেই জেলবন্দি ‘বেতাজ বাদশা’ শাহজাহান দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে তাঁর কেন্দ্রে জিতবে তৃণমূলই। ফলাফলও হয়েছে ঠিক তাই। ভোটের ফলপ্রকাশের পর শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শাহজাহানকে। বেশ খোশমেজাজে দেখা দিলেন তিনি। ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করে বললেন, “আগেই তো বলেছিলাম জিতবে।”
১৪ দিনের জেল হেফাজত শেষে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে। শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা-সহ আরও বেশ কয়েকজনকে আদালতে তোলা হয়। আদালত চত্বরে এদিন শাহজাহান অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শাহজাহানকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেন অনুগামীরা। তা শুনে শেখ শাহজাহানের মুখে চওড়া হাসি। শাহজাহান বলেন, “আমি তো আগেই বলে দিয়েছিলাম জিতবে।”
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি, শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে আক্রান্ত হন তাঁরা। শাহজাহান এলাকাছাড়া হন। তাঁর বিরুদ্ধে জমি, ভেড়ি দখলের অভিযোগ ওঠে। নারী নির্যাতনের অভিযোগও উঠেছিল। মহিলারা পথে নেমে শাহজাহানের বিরুদ্ধে সরব হন। বারবার তেতে ওঠে সন্দেশখালি। ৫৫ দিন পর ফেব্রুয়ারির শেষে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে। লোকসভা নির্বাচনের মাঝে সন্দেশখালি কাণ্ড নিয়ে শাসক-বিরোধীর মধ্যে চলে জোর কাটাছেঁড়া।
সংখ্যালঘু ভোটবাক্সের কথা মাথায় রেখে দীর্ঘদিনের রাজনীতিক হাজি নুরুল ইসলামের উপর ভরসা রাখে শাসক শিবির। আবার সন্দেশখালির বধূ রেখা পাত্রকে বেছে নেয় গেরুয়া শিবির। আবার সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে প্রার্থী করে সিপিএম। ভোটের আগে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন শাহজাহান। তিনি দাবি করেন, বিজেপি প্রার্থী রেখা পাত্র ৩ লক্ষেরও বেশি ভোটে হারবেন। আর হলও তাই। তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ৩ লক্ষ ৩৩ হাজার ৫১৮ ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.