Advertisement
Advertisement
Sukanta Majumdar

অধরা শাহজাহান, ভাঙল ব্যারিকেড, ন্যাজাটে গিয়ে সুকান্ত বলছেন, ‘পুলিশ সব জানে’

সপ্তাহখানেক কেটে গেলেও খোঁজ নেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ন্যাজাট থানা অভিযান বিজেপির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে ন্যাজাট থানায় পৌঁছনোর চেষ্টা গেরুয়া শিবিরের। পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি।

Shahjahan Sheikh absconding, BJP launches Nazat Police Station gherao rally । Sangbad Pratidin

বিজেপির ন্যাজাট থানা ঘেরাও অভিযান ঘিরে উত্তেজনা

Published by: Sayani Sen
  • Posted:January 11, 2024 1:43 pm
  • Updated:January 11, 2024 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহখানেক কেটে গেলেও খোঁজ নেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ন্যাজাট থানা অভিযান বিজেপির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে ন্যাজাট থানায় পৌঁছনোর চেষ্টা গেরুয়া শিবিরের। পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি। ব্যারিকেডের সামনেই অবস্থানে সুকান্ত।

“যেভাবেই হোক ন্যাজাট থানায় ডেপুটেশন জমা দেব”, বৃহস্পতিবার সকালে হুঙ্কার দিয়েছিলেন সুকান্ত মজুমদার। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ন্যাজাট থানা অভিযান করেন বিজেপি রাজ্য সভাপতি। তবে পুলিশের তরফেও বিজেপিকে রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। ন্যাজাট থানা থেকে ১ কিমি দূর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। ওই এলাকায় সুকান্ত-সহ বিজেপি কর্মী-সমর্থকদের ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশি বাধা অগ্রাহ্য করে একের পর এক ব্যারিকেড ভাঙতে শুরু করেন গেরুয়া শিবিরের নেতা-কর্মী। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সুকান্ত। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের প্রতিহত করতে মহিলা পুলিশকর্মীদের এগিয়ে দেওয়া হয়। পরে রাস্তার উপর ব্যারিকেডের সামনেই বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি।

Advertisement

[আরও পড়ুন: ‘ইডির বিরুদ্ধে এখনই পুলিশি পদক্ষেপ নয়’, সন্দেশখালি কাণ্ডে নির্দেশ হাই কোর্টের]

পুলিশকর্তাদের সঙ্গে রেশন দুর্নীতি মামলায় নাম জড়ানো তৃণমূল নেতা শেখ শাহজাহানের যোগসাজশের কথা উল্লেখ করেন সুকান্ত। প্রমাণ হিসাবে নিজের মোবাইলে থাকা ছবিও দেখান তিনি। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের খোঁজে ইডি যায়। এর পর শাহজাহানের অনুগামীদের হামলার শিকার হন আধিকারিকরা। তার পর থেকেই ফেরার দাপুটে তৃণমূল নেতা। বিজেপির দাবি, পুলিশের সহযোগিতায় গা ঢাকা দিয়েছেন শাহজাহান। তাঁকে ‘সবুজ দ্বীপের রাজা’ বলেও কটাক্ষ সুকান্তর। পুলিশ সুপারের পদত্যাগও দাবি করেন তিনি। বিজেপি ক্ষমতায় আসলে শাহজাহানের বাড়িতে বুলডোজার চলবে বলেই হুঙ্কার সুকান্তর।

[আরও পড়ুন: হাই কোর্টে ধাক্কা, গ্রেপ্তারি ঠেকাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement