Advertisement
Advertisement

যৌনকর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি বর্ধমানে

কমিশনের নির্দেশ মেনে উদ্যোগ জেলা প্রশাসনের৷

Sex workers enlisted their name in voterlist at Bardwan
Published by: Tanujit Das
  • Posted:October 29, 2018 8:48 pm
  • Updated:October 29, 2018 8:48 pm  

সৌরভ মাজি, বর্ধমান: যৌনকর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সোমবার শহরের মহাজনটুলি এলাকার বিশেষ শিবির করে যৌনকর্মীদের ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করল জেলা প্রশাসন৷ তালিকায় নাম তুললেন ৫০ জন যৌনকর্মী৷

[পণের ১৫ হাজার টাকা না পেয়ে নববধূকে ‘খুন’, গ্রেপ্তার স্বামী-সহ তিন]

Advertisement

এদিন জেলা নির্বাচনী দপ্তর, জেলা স্বাস্থ্য দপ্তর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে মহাজনটুলিতে যৌনকর্মীদের তালিকায় নাম তোলার জন্য কর্মসূচি নেওয়া হয়। পাশাপাশি, যৌনকর্মীদের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দিতে নাম অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়াও শুরু হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। প্রথমবার ভোটার তালিকা নাম তোলার সুযোগ পেয়ে খুশি যৌনকর্মীরা। এদিন আবেদনপত্র জমা দেওয়ার পর তাঁরা জানান, প্রশাসন এইভাবে পাশে থাকায় তাঁদের খুবই ভাল লাগছে। ভোটদানের সুযোগ মিলবে তাঁদের। জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানান, রাজ্যে এই প্রথম যৌনপল্লীর মহিলাদের ভোটার তালিকায় নাম তোলার জন্য এমন সংগঠিত ব্যবস্থা করা হয়েছে৷

[রীতি মেনে রূপান্তরকামী প্রেমিকাকে বিয়ে করলেন জলপাইগুড়ির যুবক]

জেলা প্রশাসন সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই ব্যবস্থা৷ নির্দেশে কমিশন জানিয়েছে কোনও বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন সেই ব্যবস্থা করতে হবে। সেলক্ষ্যেই জেলা প্রশাসন তথা জেলার নির্বাচনী দপ্তরের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, বিশ্ববিদ্যালয়-কলেজে গিয়ে শিবির করা-সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে এই বিষয়ে সচেতনতার প্রচার করছেন লোকশিল্পীরা। ভোটার তালিকায় নাম তুলতে বিভিন্ন স্কুলে শিবির করেছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী-সহ অন্যান্য আধিকারিকরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement