Advertisement
Advertisement

Breaking News

বুনিয়াদপুরের হোটেলে মধুচক্র, আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুগল

গ্রেপ্তার হোটেলের ম্যানেজার-সহ আরও দু'জন।

Sex racket busted in hotel at Buniadpur
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 13, 2019 8:55 pm
  • Updated:March 13, 2019 8:55 pm  

রাজা দাস, বালুরঘাট: শুধু কলকাতাই নয়, মফঃস্বল শহরের হোটেলেও রমরমিয়ে চলছে মধুচক্র। পুলিশি অভিযানে হোটেলের ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল এক তরুণ-তরুণী। মধুচক্র চালানোর গ্রেপ্তার করা হয়েছে হোটেলের ম্যানেজার-সহ আরও দু’জনকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে।

[নাবালিকা ছাত্রীকে বিয়ে, বিপাকে দাঁইহাট পুরসভার সিপিএম কাউন্সিলর]

Advertisement

দক্ষিণ দিনাজপুরে জেলার ছোট্ট শহর বুনিয়াপুর। শহরের কোর্ট মোড়ে এলাকার একটি হোটেলে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। অন্তত তেমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। গোপন সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে ওই হোটেলে হানা দেয় বংশীহারি থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, হোটেলের একটি ঘরে আপত্তিকর অবস্থায় ছিল এক তরুণ ও এক তরুণী। ওই দু’জন, হোটেলের ম্যানেজার ও আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন দক্ষিণ দিনাজপুর জেলারই বাসিন্দা, আর একজনের বাড়ি উত্তর দিনাজপুরে। সকলেই ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওই হোটেলে কারা দেহ ব্যবসা চালাচ্ছে, তা জানার জন্য হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ইদানিং জেলা শহর, এমনকী মফঃস্বল শহরের বিভিন্ন হোটেল ও বাড়িতে মধুচক্রের রমরমা বাড়ছে। দিন কয়েক আগে মালদহের একটি বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ ওঠেছিল। প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে খুন করা হয়।

[ চিকিৎসায় চরম গাফিলতি, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর শরীরে ভুল রক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement