প্রতীকী ছবি।
বাবুল হক, মালদহ: নিরাপদ নয় বাড়িও! বাড়ির সামনে খেলা করার সময় সাত বছরের নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাইক বাহিনীর বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে। খবর পেয়ে সেখানে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে তদন্তে নেমে ৬ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়েছে নাবালিকাকে। তা বড়সড় সাফল্য বলেই দাবি করছে মালদহ পুলিশ।
শনিবার সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে খেলছিল সাত বছরের নাবালিকা আফরোজা খাতুন। জানা যাচ্ছে, সেসময় বাইকে চড়ে আসে দুই দুষ্কৃতী। হেলমেট ছিল তাদের মাথায়। আফরোজার সামনে এসে তাকে বাইকে তুলে নিয়ে চম্পট দেয় তারা। নাবালিকার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ঘটনা নজরে আসে উপস্থিত আশপাশের মানুষজনের। ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। মেয়েকে কে বা কারা এভাবে অপহরণ করে নিয়ে গিয়েছে, সে সম্পর্কে ধারণা করতে পারছেন না আফরোজার মা মালা বিবি ও বাবা রাজু শেখ।
সাতসকালের এই ঘটনায় সালালপুর গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কেঁদে আকুল মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। পুলিশের কাছে বারবার মেয়েকে ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছেন বাবা রাজু শেখ। পুলিশ তদন্তে নেমে বাইক বাহিনীর গতিবিধি চিহ্নিত করতে করতে পৌঁছয় উত্তর দিনাজপুরে। জানা যায়, সেখানেই নাবালিকাকে বন্দি করে রাখা হয়েছে। এরপর সেখান থেকেই উদ্ধার করে তাকে ফেরানো হয় বাড়িতে। গ্রেপ্তার করা হয়েছে দুই অপহরণকারীকে। তাদের জেরা করে গোটা ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ৬ ঘণ্টার মধ্যেই অপহৃত নাবালিকাকে উদ্ধারে বড়সড় অপারেশনকে সাফল্য বলেই দেখছে দাবি জেলা পুলিশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.