Advertisement
Advertisement

Breaking News

road mishaps

শিলিগুড়ি ও সুন্দরবন এলাকায় জোড়া পথ দুর্ঘটনায় মৃত ৭, তুমুল বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

শিলিগুড়ির দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

Separate road mishaps in Siliguri and Sunderbans leave 7 dead | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 26, 2021 9:13 am
  • Updated:November 26, 2021 9:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাজ্যে জোড়া পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শিলিগুড়ি শহর লাগোয়া ইন্টার্ন বাইপাসে দুর্ঘটনার কবলে পড়ে একটি পাথরবোঝাই ডাম্পার। অন্য ঘটনাটি ঘটেছে সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত তখন সাড়ে ৯টা। শিলিগুড়ির (Siliguri) কাছে ইন্টার্ন বাইপাসের উপর দিয়ে যাচ্ছিল পাথরবোঝাই একটি ডাম্পার। জলেশ্বরী বাজারের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারান চালক। প্রথমে রাস্তার ধারে পরপর বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারে ডাম্পারটি। শেষে দু’টি দোকানের উপর গিয়ে সেটি উলটে যায়। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। গুরুতর আহত হন ৪। প্রত্যেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেসকে ভাঙার ষড়যন্ত্র চলছে, তৃণমূলকে কাঠগড়ায় তুলে ‘জাগো বাংলা’র তোপের মুখে অধীর]

দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় তীব্র বিক্ষোভ। ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ভক্তিনগর থানার আইসি-সহ পুলিসকর্মীদের ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি, এই ইন্টার্ন বাইপাস দিয়ে হামেশাই পাথরবোঝাই ডাম্পার যাতায়াত করে। অনেক ক্ষেত্রেই লরিগুলিরই কাগজপত্র, নম্বর প্লেট থাকে না। তাছাড়া সেখানকার রাস্তাও ভাল নয়। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। জলেশ্বরী বাজারে সাধারণ মানুষের ভিড় হয়। ফলে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা থেকেই যায়। শুক্রবার সকালেও ওই রাস্তায় বিক্ষোভ চলছে।

এদিকে, সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার ভবেরঠেক এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় তিন মোটরসাইকেল আরোহীর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে চেপে হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার তিন যুবক জুমাইনস্কর থেকে কাকদ্বীপের দিকে প্রচন্ড গতিতে যাচ্ছিলেন। জুমাইনস্কর-নিশ্চিন্তপুর রোডে ভবেরঠেকের কাছে বাঁক নেওয়ার সময় বাইকের চাকা পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে মোটরবাইকটি। রাত পৌনে আটটা নাগাদ বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।

accident
দুর্ঘটনার কবলে পড়া মোটরবাইক

ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যুবক সেলিম মোল্লা, সাকিল লস্কর ও হাসিবুল মীরের। তাঁরা প্রত্যেকেই হারউড পয়েন্ট কোস্টাল থানার ১২ নম্বর লস্করের চকের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ। রক্তাক্ত দেহ তিনটি উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচন্ড গতিই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: মুখ খুললেই বাঁশির শব্দ! বিরল অস্ত্রোপচারে কিশোরের প্রাণ বাঁচাল SSKM]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement