Advertisement
Advertisement
Haldia

আত্মরক্ষার প্রশিক্ষণ স্কুল পড়ুয়াদের, অভিনব পদক্ষেপ হলদিয়া পেট্রোকেমিক্যালসের

শুরু হল নতুন প্রকল্প 'উমঙ্গ'।

Self-defence training at schools in Haldia with focus on girl children। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 15, 2024 5:06 pm
  • Updated:February 15, 2024 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা এমন, আত্মরক্ষার প্রশিক্ষণ থাকাটা ক্রমশই জরুরি হয়ে পড়ছে। এবার সেকথা মাথায় রেখেই অভিনব পদক্ষেপ করল হলদিয়া পেট্রোকেমিক্যালস (Haldia Petrochemicals)। শুরু হল নতুন প্রকল্প ‘উমঙ্গ’। এই প্রকল্পের অধীনে হলদিয়ার ৭ বছর বা তার বেশি বয়সি পড়ুয়াদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে হলদিয়ার (Haldia) সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে।

জানা যাচ্ছে, ১৫টি স্কুলের প্রায় ৯০০ জন পড়ুয়া এই প্রশিক্ষণ নেবে। তিন মাস ধরে তাঁদের প্রশিক্ষিত করবেন ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন মনোজ দিন্দা। তিনি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ওরিয়েন্টার মার্শাল আর্টের প্রতিনিধি। শারীরশিক্ষা থেকে যোগব্যায়াম, ক্যারাটে থেকে জুডো এবং মার্শাল আর্টের অন্যান্য কৌশলে রপ্ত করানো হবে পড়ুয়াদের। তবে ফোকাস থাকবে মেয়েদের দিকে।

Advertisement

[আরও পডুন: ‘কাঁটার মুকুট লাগে ভারী’, বিধানসভায় তাৎপর্যপূর্ণ মন্তব্য ‘ক্লান্ত’ মদনের]

এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ অঞ্চলে ক্রীড়া প্রশিক্ষণ দেওয়া, ছাত্রীদের উৎসাহিত করা ও সকলের মধ্যে স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতার প্রসার ঘটানো।

[আরও পড়ুন: সন্দেশখালিকে উত্তপ্ত করতে ‘নন্দীগ্রাম মডেল’! বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে অডিও প্রকাশ কুণালের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement