সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা এমন, আত্মরক্ষার প্রশিক্ষণ থাকাটা ক্রমশই জরুরি হয়ে পড়ছে। এবার সেকথা মাথায় রেখেই অভিনব পদক্ষেপ করল হলদিয়া পেট্রোকেমিক্যালস (Haldia Petrochemicals)। শুরু হল নতুন প্রকল্প ‘উমঙ্গ’। এই প্রকল্পের অধীনে হলদিয়ার ৭ বছর বা তার বেশি বয়সি পড়ুয়াদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে হলদিয়ার (Haldia) সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে।
জানা যাচ্ছে, ১৫টি স্কুলের প্রায় ৯০০ জন পড়ুয়া এই প্রশিক্ষণ নেবে। তিন মাস ধরে তাঁদের প্রশিক্ষিত করবেন ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন মনোজ দিন্দা। তিনি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ওরিয়েন্টার মার্শাল আর্টের প্রতিনিধি। শারীরশিক্ষা থেকে যোগব্যায়াম, ক্যারাটে থেকে জুডো এবং মার্শাল আর্টের অন্যান্য কৌশলে রপ্ত করানো হবে পড়ুয়াদের। তবে ফোকাস থাকবে মেয়েদের দিকে।
এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ অঞ্চলে ক্রীড়া প্রশিক্ষণ দেওয়া, ছাত্রীদের উৎসাহিত করা ও সকলের মধ্যে স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতার প্রসার ঘটানো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.