Advertisement
Advertisement

রিষড়ায় নিরাপত্তা সংস্থার আধিকারিককে পিটিয়ে খুন, গ্রেপ্তার ২ যুবক

ভোটার কার্ড ফেরত না দেওয়ার মাশুল।

Security agency's superviser murdered in Rishra, 2 held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2018 7:58 pm
  • Updated:May 24, 2018 7:58 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি:  চাকরি চাই না। ভোটার কার্ড ফেরত দিন। রাজি না হওয়ার সিকিউরিটি এজেন্সির সুপারভাইজারকে পিটিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্য ছড়াল হুগলির রিষড়ায়। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[অভাবের তাড়নায় ৩ মাসের শিশুসন্তানকে বিক্রি মহিলার, তোলপাড় কোচবিহারে]

Advertisement

অফিস তো বটেই, বাড়ির জন্যও বিভিন্ন সংস্থা বা এজেন্সি থেকে নিরাপত্তারক্ষী ভাড়া পাওয়া যায়। যাঁরা কাজ করতে ইচ্ছুক, তাঁদের ভোটার কিংবা আধার কার্ড-সহ এজেন্সিতে নাম নথিভুক্ত করতে হয়। দিতে হয় টাকাও। হুগলির রিষড়ায় তেমনই একটি সংস্থায় সুপারভাইজারের পদে চাকরি করতেন গৌতম মুখোপাধ্যায়। তাঁর বাড়ি হুগলিরই বাঁশবেড়িয়ায়।

সম্প্রতি ওই নিরাপত্তা সংস্থায় ভোটার কার্ড জমা দিয়ে নাম নথিভুক্ত করেছিল সৌমেন দাস ও সুদীপ চক্রবর্তী নামে দুই যুবক। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে আটটা নাগাদ রিষড়ায় সংস্থার অফিসে যায় সৌমেন ও সুদীপ। সুপারভাইজার গৌতম মুখোপাধ্যায়ের কাছে ভোটার কার্ড ফেরত চায় তারা। ওই দুই যুবকের জানিয়েছিল, তাদের কাজের প্রয়োজন নেই।  ভোটার কার্ড দুটি ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু, ভোটার কার্ড ফিরিয়ে দিতে রাজি হননি গৌতমবাবু। এই নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন নিরাপত্তা সংস্থার সুপারভাইজারকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি মারতে শুরু করেন সৌমেন ও সুদীপ। বেধড়ক মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন গৌতম মুখোপাধ্যায়। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্তরা। রিষড়া থানার খবর দেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, পুলিশ আসার আগেই মারা যান গৌতমবাবু। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রাতেই অভিযুক্ত সৌমেন দাস ও সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে রিষড়া থানার পুলিশ।

[প্রবল বর্ষণ উত্তরে, ডুয়ার্সের সঙ্গে বিচ্ছিন্ন শিলিগুড়ির যোগাযোগ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement